সিংড়ায় ইউপি সদস্যের বাড়িতে সার মজুদ : ৩০ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৪:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / 103
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, আগষ্ট ২২, ২০২২
নাটোরের সিংড়ায় এক ইউপি সদস্যের বাড়িতে অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ আগস্ট) দুপুরে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালমারা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর। এসময় ইটালি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মকলেছুর রহমানের বাড়িতে ৩৬৮ বস্তা সার অবৈধভাবে মজুদ অবস্থায় পান উপজেলা প্রশাসন। মকলেছুর রহমান শালমারা গ্রামের মৃত খোরশেদ আকন্দের ছেলে। ইউপি সদস্যের পাশাপাশি তিনি ইটালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী আ’লীগ নেতা ও ইউপি সদস্য মো. মকলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তদারকিতে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, সিংড়া থানার উপ-পরিদর্শক মো. নুরে আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, কোনো অবৈধ মজুদদার কৃত্রিম সার সংকট না করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। অবধৈভাবে সার মজুদ রাখায় ইউপি সদস্য মকলেছুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
দাশুড়িয়া ভূমি অফিসে চুনো পুঁঠির শাস্তি হলেও বহাল তবিয়তে নাটেরগুরু টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড পাবনা সাউন্ড এন্ড লাইটিং অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারী ও খুনিদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ নারীর নিরাপত্তা ও হালের বাংলাদেশ ঈশ্বরদীতে একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালিত বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ছিল স্বাধীনতাকে হত্যা : এমপি মকবুল পাবনার আটঘরিয়ার লক্ষীপুরে গণহত্যা দিবস পালিত পাবনার ভাঙ্গুড়ায় মহিলা আওয়ামীলীগকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র আটক পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস নিয়ে কিশোরের আত্মহত্যা