ভাঙ্গুড়ায় খামারীদের মানববন্ধন ও রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ
- প্রকাশিত সময় ০৫:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- / 115
পাবনার ভাঙ্গুড়ায় দুধ সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠান দুধ সংগ্রহ বন্ধ রাখায় দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারীরা । প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে রাস্তায় দুধ ঢেলে দুগ্ধখামারীরা তার বিক্ষোভ প্রদর্শন করেছেন।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় তারা এই প্রতিবাদ করে।
এসময় ভাঙ্গুড়ার প্রায় শতাধিক দুগ্ধখামারী এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাদের হাতে ছিল বিভিন্ন রঙের ফেস্টুন যাতে লেখা ছিল‘ দুধ সংগ্রহ বন্ধ কেন? জবাব চাই দিতে হবে।’ ‘দুধ সংগ্রহ করতে হবে।’‘ নিরীহ দুগ্ধখামারীদের আজ সংকট কেন? জবাব চাই।’
খামারীরা জানান, এ উপজেলায় মিল্কভিটা, আড়ং, প্রাণ,আকিজ ও বারো আউলিয়া নামক বেশ কয়েকটি দুগ্ধ সংগ্রহকারি কোম্পানি রয়েছে । প্রতিদিন তারা পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার দুধ সংগ্রহ করতেন।
কিন্তু বর্তমানে দুধ সংগ্রহ বন্ধ রেখেছে, ফলে দুধ নিয়ে বিপাকে পড়েছে খামারীরা। মানববন্ধনে খামারী হারুন তার বক্তব্যে বলেন, এ উপজেলায় প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার দুধ উৎপাদন হয়।
দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান গুলির নিকট আমরা বিক্রি করে থাকি, কিন্তু তারা আর দুধ নিচ্ছে না। তাহলে আমরা দুধ নিয়ে কোথায় যাবো।
খামারী আলহাজ হোসেন বলেন ‘ আমরা এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছি, কিন্তু আজ দুধ বিক্রি করার জায়গা নেই।
ঋণের কিস্তি দিতে পারছি না।’ এসময় আরও বক্তব্য রাখেন খামারী জুলেয় , আবু সাইদ ,আমজাদ, আলামিন,খোকন বিশ্বাসসহ প্রমুখ ।