ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও এক যুবক গ্রেফতার
- প্রকাশিত সময় ০৫:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / 112
ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, আগষ্ট ২২, ২০২২
ফেনীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার লালপোল এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নুর সাবা (২৩) ও মোহাম্মদ হোছন (৩০)। এসময় তাদের কাছ থেকে এক হাজার নয়শত পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে লালপোল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নুর সাবা (২৩) আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নুর সাবা কক্সবাজার উখিয়া শরনার্থী ক্যাম্পের আবুল ফজলের স্ত্রী। একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ হোছন (৩০) নামে আরো একজনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। হোছন কক্সবাজারের টেকনাফ ইউনিয়নের প্রয়াত আহম্মদ হোছনের ছেলে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সিংড়ায় ইউপি সদস্যের বাড়িতে সার মজুদ : ৩০ হাজার টাকা জরিমানা দাশুড়িয়া ভূমি অফিসে চুনো পুঁঠির শাস্তি হলেও বহাল তবিয়তে নাটেরগুরু টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড পাবনা সাউন্ড এন্ড লাইটিং অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারী ও খুনিদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ নারীর নিরাপত্তা ও হালের বাংলাদেশ ঈশ্বরদীতে একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী পালিত বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা ছিল স্বাধীনতাকে হত্যা : এমপি মকবুল পাবনার আটঘরিয়ার লক্ষীপুরে গণহত্যা দিবস পালিত পাবনার ভাঙ্গুড়ায় মহিলা আওয়ামীলীগকে কটুক্তি করায় মাদ্রাসা ছাত্র আটক