আবার লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
- প্রকাশিত সময় ০৪:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / 202
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, আগষ্ট ২৩, ২০২২
ডলারের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে পরিশোধন মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার থেকেই নতুন এ মূল্যহার কার্যকর হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
মিল মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল গ্রাহক পর্যায়ে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এর আগে ১৬৬ টাকা নির্ধারিত ছিল। অর্থাৎ, খোলা সয়াবিনের দাম লিটারে বাড়ছে ৯ টাকা।
প্রতি লিটার বোতলের সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়, যা এতদিন ১৮৫ টাকা ছিল। অর্থাৎ লিটার বোতলে ক্রেতাকে ৭ টাকা করে বাড়তি গুণতে হবে।
সয়াবিন তেলের ৫ লিটারের বোতল বিক্রি হবে ৯৪৫ টাকায়। সেক্ষেত্রে লিটার প্রতি দাম পড়বে ১৮৯ টাকা।
নতুন সিদ্ধান্তে সয়াবিনের দাম বাড়লেও লিটারে ৭ টাকা কমেছে পাম তেলের দাম। প্রতি লিটার পাম তেল এখন বিক্রি হবে ১৪৫ টাকায়, যা আগে ১৫২ টাকা নির্ধারিত ছিল।
সমিতির সচিব নুরুল ইসলাম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়ে গেছে। সে কারণে আমরা লিটারে দাম ২০ টাকা করে বাড়ানোর প্রস্তাব করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত খোলা সয়াবিন তেল লিটারে ৯ টাকা ও বোতলের সয়াবিন তেল লিটারে ৭ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।”
মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো সমিতির চিঠিতে বলা হয়, গত ৩ অক্টোবর সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। সে অনুযায়ী গত ১৭ অগাস্ট আলোচনার পর মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেওয়া হল। ২৩ অগাস্ট থেকে নতুন এই দাম কার্যকর হবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ১৪৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে কাজের গড় অগ্রগতি ৫১.৫০ ভাগ পাবনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও এক যুবক গ্রেফতার
সিংড়ায় ইউপি সদস্যের বাড়িতে সার মজুদ : ৩০ হাজার টাকা জরিমানা দাশুড়িয়া ভূমি অফিসে চুনো পুঁটির শাস্তি হলেও বহাল তবিয়তে নাটেরগুরু টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড পাবনা সাউন্ড এন্ড লাইটিং অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠিত