সাঁথিয়ায় উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৫:১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / 109
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, আগষ্ট ২৩, ২০২২
পাবনার সাঁথিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) উদ্যোগে ও ব্র্যাক এর সহযোগিতায় সাঁথিয়া উপজেলা সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট-২০২২) বেলা ১১.০০ ঘটিকায় সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ব্র্যাক রোড় সেফটির প্রকল্প ব্যবস্থাপক একেএম খায়েরুজ্জামান এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) কমল কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, মোটরযান পরিদর্শক (বিআরটিএ) হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবে হাসান টিটো, গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মিজানুর রহমান, কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালাটি পরিচালনা ও তথ্য উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক ইনচার্জ মোঃ মতিউর রহমান।
সকলের আলোচনার ভিত্তিতে সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সাঁথিয়া উপজেলার সড়ক নিরাপত্তা কমিটির সদস্যরা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় অংশগ্রহণ করেন।
আবার লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ১৪৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে কাজের গড় অগ্রগতি ৫১.৫০ ভাগ পাবনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও এক যুবক গ্রেফতার
সিংড়ায় ইউপি সদস্যের বাড়িতে সার মজুদ : ৩০ হাজার টাকা জরিমানা দাশুড়িয়া ভূমি অফিসে চুনো পুঁটির শাস্তি হলেও বহাল তবিয়তে নাটেরগুরু টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড