রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ
- প্রকাশিত সময় ১১:২৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / 60
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ন, আগষ্ট ২৩, ২০২২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
ট্রেজারারকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনেকটা পথ অতিক্রম করে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। উপাচার্য রবীন্দ্র ভাবধারায় এবং সাংস্কৃতিক আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি আরও বলেন, প্রফেসর ড. ফিরোজ আহমদের যোগদান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করবে।
নবনিযুক্ত ট্রেজারার তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আজ স্বনামে সমৃদ্ধ। তিনি সকলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ১৬ আগস্ট ২০২২ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের প্রফেসর ড. ফিরোজ আহমদকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অব এডভান্স স্টাডিজের সদস্য ছিলেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যোগদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সাঁথিয়ায় উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত আবার লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ১৪৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে কাজের গড় অগ্রগতি ৫১.৫০ ভাগ পাবনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও এক যুবক গ্রেফতার
সিংড়ায় ইউপি সদস্যের বাড়িতে সার মজুদ : ৩০ হাজার টাকা জরিমানা দাশুড়িয়া ভূমি অফিসে চুনো পুঁটির শাস্তি হলেও বহাল তবিয়তে নাটেরগুরু
Dear
Your news has been published, you can view it online at this link – https://www.shatakantha.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-7/
best Regards
Editorial Team
The Daily Shatakantha