ভাঙ্গুড়ায় গুজব প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সভা
- প্রকাশিত সময় ০৮:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
- / 99
নিজেস্ব প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ছেলে ধরা গুজব প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা করছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরিন।
সোমবার(২৯ জুলাই) তিনি সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে এবং মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এই মত বিনিময় করেন।
সভায় ভাঙ্গুড়া থানার ওসি মোঃ মাসুদ রানা, সরকারি হাজী জমাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, উপাধ্যক্ষ আলহাজ মাহমুদা খাতুন, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম ও বাংলাদেশ মফঃস্বল সাংবাদিক ফোরামের সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিনসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশের ওই কর্মকর্তারা বলেন, দেশের কোথাও কোনো ছেলে ধরার ঘটনা ঘটেনি তারপরও কোনো বিশেষ মহল একটি মহল গুজব ছড়াচ্ছে।
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শসহ কোনো প্রকার গুজবে কান না দিয়েনিয়মিত স্কুল-কলেজে উপস্থিত থেকে লেখাপড়া চালিয়ে যেতে সকলের প্রতি আহবান জানানো হয়।