ঈশ্বরদীতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে মাম পানির বোতলে মদসহ যুবক গ্রেফতার, কিছুক্ষণ পর মুক্তি
- প্রকাশিত সময় ১০:২৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / 122
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
ঈশ্বরদী আকবরের মোড় থেকে মোহাম্মদ নামক এক যুবককে মাম পানির বোতলে রাখা মদসহ আটক করে সাদা পোষাকধারী পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩শে আগষ্ট ) রাত আনুমানিক ৯ টায় মোহাম্মদ (২৪) পিতা শাহজাহান, গ্রাম- মুচিপাড়া-কে মটরসাইকেল নিয়ে ধাওয়া করে কলেজ রোডের আকবরের মোড় থেকে প্লাষ্টিকের বোতলে থাকা মদসহ হাতেনাতে ধরে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে ফেলে। একপর্যায়ে মোহাম্মদকে চড়থাপ্পড় মারতে থাকে। এ সময় একজন সংবাদকর্মী সেখানে হাজির হলে সাদা পোষাকধারীদের জিজ্ঞাসা করতে গেলে তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে দ্রুত মোহাম্মদকে মটরসাইকেলে তুলে নিয়ে অরনখোলা হাটের দিকে চলে যায়।
এদিকে প্রায় ৪০ মিনিট পরে একটি সুত্র জানায় মদের বোতল সহ আটককৃত মোহাম্মদ কে ছেড়ে দেওয়া হয়েছে। তাৎক্ষণিক মোহাম্মদ আলীর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায় তাকে ঈশ্বরদী রুপপুর মোড়ে নিয়ে ছেড়ে দিয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে সে জানায় যারা আমাকে ধরে ছিল তারা পরিচয় দিয়েছে কুষ্টিয়ার বিবি পুলিশ।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার্স ইনচার্জ অরবিন্দ সরকার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি বিস্তারিত জানার জন্য মোহাম্মদ আলীকে থানায় ডেকে পাঠিয়েছি।
এ ব্যাপারে পাবনা ডিবি কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, পাবনার কোন টিম ঈশ্বরদীতে যায়নি।
পাবনার আটঘরিয়ায় প্রধান শিক্ষকের আপত্তিকর ঘটনা ফাঁস, শিক্ষক মহলে তোলপাড়!
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ সাঁথিয়ায় উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত আবার লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ১৪৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে কাজের গড় অগ্রগতি ৫১.৫০ ভাগ পাবনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও এক যুবক গ্রেফতার