সিংড়ায় ৩ গুদামে ১২৭০ বস্তা সার মজুদ, ৬৫ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০৭:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / 76
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
নাটোরের সিংড়ায় ৩ গুদামে অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় ছাতার বাড়ীয়া বাজারের মেসার্স শাকিলা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহাদৎ হোসেনকে ৩০ হাজার টাকা, কালিগঞ্জ বাজারের মেসার্স কৃষি বিতান এর স্বত্বাধিকারী মোঃ এমরান হোসেনকে ২০ হাজার টাকা ও একই বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছে ইউরিয়া ও পটাশ সার মজুদ ছিল। লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ৩ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তত্ত¡াবধানে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, অবৈধভাবে সার মজুদ রাখায় ৩ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পাবনায় হেযবুত তওহীদ কর্মী সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন সওজ পাবনা – সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : তদন্ত প্রতিবেদন র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক পাবনায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান মৃত্যুকূপ ঢাকা : চকবাজারে ৬, উত্তরায় ৫ একই দিনে ঈশ্বরদীতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে মাম পানির বোতলে মদসহ যুবক গ্রেফতার, কিছুক্ষণ পর মুক্তি পাবনার আটঘরিয়ায় প্রধান শিক্ষকের আপত্তিকর ঘটনা ফাঁস, শিক্ষক মহলে তোলপাড়! রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ