কুষ্টিয়ার কুমারখালীতে চিড়ামুড়ি বেঁচতে গিয়ে ভাতা পেলেন বৃদ্ধ আমিন
- প্রকাশিত সময় ০৮:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / 123
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
প্রায় মাসখানেক আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্তরে ভাঁজা, চিড়ামুড়ি বা ঘটিগরম বিক্রি করতে গিয়েছিলেন বৃদ্ধ মো. আমিন উদ্দিন শেখ (৭৫)।
সেদিন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের কার্যালয়েও গিয়েছিলেন তিনি। গিয়ে ইউএনও কে তাঁর দারিদ্র্যতা ও
অসহায়ত্বের কথা জানিয়েছিলেন এই বৃদ্ধ।
ইউএনও তাঁর অসহায়ত্বের কথা শুনে বয়স্ক ভাতা ও সমস্যা নিরোসনের প্রতিশ্রতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রতি রক্ষার্থে বৃদ্ধ আমিন উদ্দিনকে বাড়ি থেকে নিজ কার্যালের ডেকে নিয়ে আসেন ইউএনও বিতান কুমার মন্ডল এবং তাঁকে একটি বয়স্ক ভাতার বই প্রদান করা হয়।
আজ বুধবার দুপুরে বৃদ্ধের হাতে ভাতাবইটি হস্তান্তর করা হয়। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন।
বৃদ্ধ মোঃ আমিন উদ্দিন শেখ উপজেলার সদকী ইউনিয়নের খয়েরচরা মাঠপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম শেখের ছেলে। তিনি তিন সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন।
বাকি এক ছেলে ঢাকায় দিনমজুর এবং আরেক ছেলে কুমারখালীতে ভাংগারীর কাজ করে। তাঁর স্ত্রী একজন প্যারালাইজড রোগী। জানতে চাইলে ভাতাভোগী মো. আমিন উদ্দিন শেখ বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে আসে স্যার ভাতা করে দিছে। আমার বিশাল উপকার হয়েছে। স্যারের মত সারাদেশে অফিসার (ইউএনও) থাকলে আমাদের মত অসহায় লোক থাকবেনা। স্যার যেন আরো বড় অফিসার হন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন,একদিন ঘটিগরম বিক্রি করতে এসে বৃদ্ধ লোকটি অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। সেদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার টাকা প্রদান করা হয়েছিল। উপযুক্ত হওয়ায় আজ তাঁকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে।
এখন তিনি প্রতিমাসে একটা সুবিধা পাবেন। তাঁর অসুস্থ স্ত্রীর জন্যেও ভাতার ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, জনগনের জন্যই জনপ্রশাসন। সরকারি সুযোগ সুবিধা নিতে মধ্যভোগীদের কাছে না গিয়ে সরাসরি কর্মকর্তাদের কার্যালের আসেন। আমরা আপনার সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করব।
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান মৃত্যুকূপ ঢাকা : চকবাজারে ৬, উত্তরায় ৫ একই দিনে ঈশ্বরদীতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে মাম পানির বোতলে মদসহ যুবক গ্রেফতার, কিছুক্ষণ পর মুক্তি
পাবনার আটঘরিয়ায় প্রধান শিক্ষকের আপত্তিকর ঘটনা ফাঁস, শিক্ষক মহলে তোলপাড়!
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ সাঁথিয়ায় উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত আবার লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ১৪৯ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Dear
Your news has been published, you can view it online at this link – https://www.shatakantha.com/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/
best Regards
Editorial Team
The Daily Shatakantha