পাবনার সুজানগরের লুট হওয়া ১২টি গরু সাঁথিয়ায় উদ্ধার,আটক-১
- প্রকাশিত সময় ০৯:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / 100
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
পাবনার সুজানগর উপজেলার ভবানীপুরে সাবেক পুলিশ সদস্য জাহাঙ্গীর হত্যা মামলার আসামীদের বাড়ি থেকে লুট হওয়া ১২টি গরু সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে সাঁথিয়া থানার এসআই আব্দুল রউফ অভিযান চালিয়ে উপজেলার বাগপুর ও পাইকপাড়া গ্রাম থেকে এ সব গরু উদ্ধার করে।
জানাযায়, গত সোমবার বিকালে পাবনার সুজানগরের ভবানীপুর গ্রামে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক পুলিশ
সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম প্রতিপক্ষের হামলায় খুন হয়।
ঘটনার পর থেকেই মামলার আসামী ও প্রতিপক্ষ এলাকা ছেড়ে আত্মগোপন করে। এ সুযোগে আসামী পক্ষের গরু লুট হতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানা পুলিশ পাশ্ববর্তী সাঁথিয়ার পাইকপাড়ার কিফাত উল্লার ছেলে বাবুর বাড়ি থেকে ৩টি ও বাগপুর ক্ষেতুপাড়ার মুক্তারের বাড়ি থেকে ৮টি গরু উদ্ধার করে। এছাড়াও অন্য বাড়ি থেকে আরও একটি গরুর সন্ধান পায় পুলিশ।
বাবুর স্ত্রী রওশনারা জানান, ভবানীপুর গ্রামের মৃত মুছা খন্দকারের ছেলে নিরু খন্দকার(৪৫) মঙ্গলবার রাতে গরু গুলো রেখে গেছে। রওশনারা আরও জানান, একজন মহিলা এসে দুটি গরু নিজেদের বলে চিহিৃত করে গেছে।
মুক্তারের স্ত্রী রেখা খাতুন জানান, পাইকপাড়া গ্রামের বাবু ও ভবানীপুর গ্রামের নিরু খন্দকার আমাদের বাড়িতে রেখে যায়। ওই ২ ব্যক্তি আমার
বাড়িতে গরু রাখায় থানা পুলিশ আমার নিরহ ছেলেকে ধরে নিয়ে অহেতুক মামলায় জড়িয়েছে। পরে গতকাল বুধবার বিকেলে সাঁথিয়া থানা পুলিশ সুজানগর থানার ওসি এম হানাননের কাছে উদ্বারকৃত গরুগুলো হস্তান্তর করেন।
এঘটনায় বুধবার সকালে থানা পুলিশ মুক্তারের ছেলে মামুন (২৫) কে আটক করেছে। তাকে সুজানগর থানার মামলায় আটক দেখানো হয়েছে বলে জানান, সাঁথিয়া থানার তদন্ত কর্মকর্তা কমল কুমার দেবনাথ।
পুলিশ অভিযানের পর থেকেই বাবু ও মুক্তার পলাতক রয়েছে। সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সোবাহান জানান, গুরু গুলো ভবানীপুরের নিরু খন্দকার বাবু ও মুক্তারের বাড়িতে রেখে গেছে। অপরাধ হলে নিরু খন্দকারের হবে।
অভিযুক্ত নিরু খন্দকারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি ভাইয়ের চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে আছি। গরু লুটের
বিষয়ে প্রশ্ন করলে তিনি বলে এটি মিথ্যা ও বানোয়াট।
সুজানগর থানার ওসি এম হানানন জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ পর্যন্ত ৫জনকে আটক করা হয়েছে। সাঁথিয়া থেকে উদ্ধার হওয়া গরু লুট না চুরি তা তদন্ত ছাড়া বলা যাবে না।
কুষ্টিয়ার কুমারখালীতে চিড়ামুড়ি বেঁচতে গিয়ে ভাতা পেলেন বৃদ্ধ আমিন
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান মৃত্যুকূপ ঢাকা : চকবাজারে ৬, উত্তরায় ৫ একই দিনে ঈশ্বরদীতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে মাম পানির বোতলে মদসহ যুবক গ্রেফতার, কিছুক্ষণ পর মুক্তি
পাবনার আটঘরিয়ায় প্রধান শিক্ষকের আপত্তিকর ঘটনা ফাঁস, শিক্ষক মহলে তোলপাড়!
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. ফিরোজ আহমদ সাঁথিয়ায় উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত আবার লিটারে ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে প্রথমবর্ষের গুচ্ছ পদ্ধতির ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন