দেশে সার সংকট নেই, ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে
- প্রকাশিত সময় ০৩:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / 105
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, আগষ্ট ২৫, ২০২২
সারের কোন সংকট নেই, চাহিদার তুলনায় দেশে বিপুল পরিমাণ সার মজুদ রয়েছে। সরকার নির্ধারিত দামে এবং পাকা রশীদ দিয়ে কৃষকের কাছে সার বিক্রি নিশ্চিত করতে হবে। দোকানের সামনে মূল্য তালিকা না থাকলে জেল ও অর্থ দন্ডে জরিমানা করা হবে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের জন্য এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও ডিলার সারের কৃত্তিম সংকট সৃষ্টির পায়তারা করছে। বর্তমান পরিস্থিতিতে সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে সারের ব্যবসা করতে হবে। কৃষি ও কৃষকের স্বার্থ ক্ষুন্ন করে ভেজাল সার ও কীটনাশক বিক্রি করলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ঈশ্বরদীতে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় বক্তারা এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সঞ্চালনা করেন কমিটির সচিব উপজেলা কৃষি অফিসার মিতা সরকার।
বিসিআইসি’র ২০ জন, বিএডিসি’র ১১ জন ও ২১ জন খুচরা ডিলার এবং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
পাবনার সেই যুবলীগ নেতা এবার আশ্রয়ন প্রকল্পের ঘরে তরুণীসহ ধরা ডিম সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে ডিমের দাম পাবনায় হেযবুত তওহীদ কর্মী সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন সওজ পাবনা – সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : তদন্ত প্রতিবেদন র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক পাবনায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান মৃত্যুকূপ ঢাকা : চকবাজারে ৬, উত্তরায় ৫ একই দিনে ঈশ্বরদীতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে মাম পানির বোতলে মদসহ যুবক গ্রেফতার, কিছুক্ষণ পর মুক্তি