আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- প্রকাশিত সময় ০৪:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / 59
আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
পাবনার আটঘরিয়ায় সিসিডিবি’উদ্যোগে ২০২১ সালের এসএসসি/এইচএসসি পাশের জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সিসিডিবি-এমএফপি পাবনার অঞ্চল এর আয়োজনে এসময় সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নিবার্হী অফিসার মাকসুদা আক্তার মাসু।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জোনাল ম্যানেজার রনজিত কুমার সাহা, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাধন শিক্ষক বেলাল উদ্দিন খাঁন, দেবোত্তার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা মাহবুবা খাতুন মায়া প্রমূখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এলাকা সমন্বয়কারি হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন।
এসময় প্রোগ্রাম অফিসার সুদীপ মন্ডল, মুলাডুলি শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, চাটমোহর শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন, জালালপুর শাখা ব্যবস্থাপক মোকলেছুর রহমান, ভাঙ্গুড়া শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন, মাঠ সংগঠক উজ্জল হোসেন, নিজাম উদ্দিন, তাবারক হোসেন, রোজিনা খাতুন সহ অভিভাবক ও এলাকার সুধিজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এলাকা সমন্বয়কারি হেলাল উদ্দিন জানান, সিসিডিবি’র উদ্যোগে এসএসসি/এইচএসসি পাশের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ৪ হাজার টাকা, এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ৫ হাজার টাকা এবং শারীরিক প্রতিবন্ধী আটঘরিয়া সরকারি অনার্স কলেজের শিক্ষার্থী তানিয়া খাতুনকে ৬ হাজার টাকা প্রদান করা হয়।
রায়গঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপি সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা দেশে সার সংকট নেই, ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে পাবনার সেই যুবলীগ নেতা এবার আশ্রয়ন প্রকল্পের ঘরে তরুণীসহ ধরা ডিম সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে ডিমের দাম পাবনায় হেযবুত তওহীদ কর্মী সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন সওজ পাবনা – সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : তদন্ত প্রতিবেদন র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক পাবনায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান