লালপুরের ক্লিনিকে প্রসুতির মৃত্যু, নবযাতক সুস্থ্য
- প্রকাশিত সময় ০৫:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / 99
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
নাটোরের লালপুর উপজেলার হাসপাতাল মোড়ে সদ্য রেজিস্ট্রেশন প্রাপ্ত মানবকল্যাণ মডেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স নামের এক ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু জন্মদানের পরে শারমিন আক্তার (১৯) নামের এক প্রসুতির মৃত্যু হয়েছে। মৃত শারমিন আক্তার উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া গ্রামের দিপু আলীর স্ত্রী। বুধবার রাত ১১টার দিকেএ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ক্লিনিকে গিয়ে কোন ডাক্তার, নার্সকে খুজে পাওয়া যায়নি। ক্লিনিক ছিলো রোগী শুন্য। রিসিপসনে ২জন মহিলা কর্মরত থাকলেও তারা কোন কথা বলতে রাজি হননি।
মৃত প্রসুতির স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার রাত ১০.৩০ মিনিটে মানবকল্যাণ মডেল হাসপাতালে জনৈক ডাক্তার শিশির শারমিন আক্তারের অপারেশন করেন। এসময় একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে বেডে নেওয়ার আগেই প্রসূতি মা শারমিন আক্তারের মৃত্যু হয়। তারা জানান মায়ের মৃত্যু হলেও শিশুটি এখনো সুস্থ আছে। মৃত শারমিন আক্তারের মা তার দেখভাল করছেন।
এব্যাপারে মানবকল্যাণ মডেল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক একাব্বর হোসেন শান্ত মুঠো ফোনে জানান, সিজারিয়ানের মাধ্যমে শিশু জন্মদান পরবর্তী সমস্যা হলে শারমিন আক্তারকে রাজশাহী হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান রায়গঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপি সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা দেশে সার সংকট নেই, ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে পাবনার সেই যুবলীগ নেতা এবার আশ্রয়ন প্রকল্পের ঘরে তরুণীসহ ধরা ডিম সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে ডিমের দাম পাবনায় হেযবুত তওহীদ কর্মী সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন সওজ পাবনা – সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : তদন্ত প্রতিবেদন র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯০০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক পাবনায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ