হেযবুত তওহীদ পাবনা কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন
- প্রকাশিত সময় ০৬:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / 62
বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ন, আগষ্ট ২৫, ২০২২
পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় ১০ জন আহত ও একজনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বর্বোরচিত হত্যা ও হামলার প্রতিবাদে পৌর শহরের কলাবাগান মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে হেযবুত তওহীদ বিরামপুর, দিনাজপুরের আয়োজনে এই ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ দিনাজপুর জেলার সভাপতি মাহাবুর রহমান, হেযবুত তওহীদ জয়পুরহাট জেলার সাংগঠনিক সম্পাদক আসাদুজামান (মুকুল), ধর্ম-বিষয়ক সম্পাদক আবু হাসনাত, সদস্য হাসান আলী ও রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে হেযবুত তওহীদ দিনাজপুর জেলার সভাপতি মাহাবুর রহমান বলেন, আমরা বাংলাদেশ সরকারের আইন মেনে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু কিছু অসাদু ব্যক্তি ইসলামের বাহিরে থাকা কিছু মানুষের ইন্দনে আমাদের হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হামলায় আমাদের ১০ জন সহকর্মী মারাত্মক ভাবে আহত করেছেন এবং একজনকে নৃশংসভাবে হত্যার করেছে।
তিনি আরো বলেন, আমি এই নৃশংস হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই, এছাড়াও অবিলম্বে হামলাকারী, হত্যার উস্কানিদাতা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এসময় বিরামপুর উপজেলার অর্ন্তরগত হেযবুত তওহীদের সকল সদস্যবৃন্দ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী পলকের লালপুরের ক্লিনিকে প্রসুতির মৃত্যু, নবযাতক সুস্থ্য আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান রায়গঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপি সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা দেশে সার সংকট নেই, ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে পাবনার সেই যুবলীগ নেতা এবার আশ্রয়ন প্রকল্পের ঘরে তরুণীসহ ধরা ডিম সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে ডিমের দাম পাবনায় হেযবুত তওহীদ কর্মী সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন সওজ পাবনা – সার্ভেয়ারের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : তদন্ত প্রতিবেদন