পাবনার চাটমোহরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১০:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / 104
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ন, আগষ্ট ২৪, ২০২২
২১ আগস্ট গ্রেনেড হামলার দন্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকর ও মৃত্যুদন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকরের দাবিতে পাবনার চাটমোহরে বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা শাখা ও সকল অঙ্গ-সহযোগি সংগঠণের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।
সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, মো. নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, পার্শডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, শাহ আলম প্রাং, সাইদুল ইসলাম পলাশ, অধ্যক্ষ এম এ মতিন, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আ. আলীম, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব কুমার বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আ. মান্নান মাস্টার প্রমূখ।
এদিকে একই দাবিতে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল চাটমোহর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচি চলবে বলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হেযবুত তওহীদ পাবনা কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী পলকের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দর প্রথম শ্রেনীর করনের উদ্ভোধন করলেন এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান রায়গঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপি সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা দেশে সার সংকট নেই, ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে পাবনার সেই যুবলীগ নেতা এবার আশ্রয়ন প্রকল্পের ঘরে তরুণীসহ ধরা ডিম সিন্ডিকেটের কারসাজিতে বাড়ছে ডিমের দাম পাবনায় হেযবুত তওহীদ কর্মী সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন