ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলার অভিযোগ
- প্রকাশিত সময় ১২:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 106
ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, আগষ্ট ২৬, ২০২২
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় শুভপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। হামলায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বিকালে শুভপুরের বল্লভপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুভপুর ইউনিয়নের দারোগারহাট বাজারে বিএনপির সমাবেশ করার কথা ছিল। এতে বিএনপির জাতীয় ও স্থানীয় নেতাদের বক্তৃতা করার কথা ছিল। বুধবার বিকাল থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই স্থানে পাল্টা সমাবেশ ডাকেন। সকালে দারোগারহাট বাজারে বিএনপির সমাবেশ ডাকার প্রতিবাদ জানিয়ে পাল্টা সমাবেশ করে আওয়ামী লীগ। একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ ডাকায় বিএনপি পাশের বল্লভপুর রাস্তার মাথায় সমাবেশের আয়োজন করে। বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল শেষ করে সমাবেশ শুরু হলে আওয়ামী লীগের নেতারা হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, বিকালে শুভপুরের বল্লভপুর রাস্তার মাথায় বিক্ষোভ মিছিল শেষ করে সমাবেশ করছিল বিএনপি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে দুই দফায় হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গুরুতর আহত সোহাগ, আরিফসহ কয়েকজনকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা পুলিশের গ্রেফতার এড়াতে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার সোহেল বলেন, বিএনপির এমন অভিযোগ মিথ্যা। স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই পক্ষের নেতাকর্মীরা মারামারি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে আহতদের কোনও তথ্য পাওয়া যায়নি।
গোদাগাড়ির মাদক কারবারি সিরাজগঞ্জে গ্রেফতার ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু নওগাঁর সাপাহারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার হেযবুত তওহীদ পাবনা কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী পলকের পাবনার চাটমোহরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরের ক্লিনিকে প্রসুতির মৃত্যু, নবযাতক সুস্থ্য আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান রায়গঞ্জে একই স্থানে আ.লীগ-বিএনপি সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা দেশে সার সংকট নেই, ন্যায্য মূল্যে সার বিক্রি করতে হবে