শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি
- প্রকাশিত সময় ০৬:৫৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
- / 81
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ন, আগষ্ট ২৬, ২০২২
শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি, শিক্ষাকে আনন্দময় করতে চেষ্টা করছি, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বিজ্ঞানমনস্ক প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরী করার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, অগ্নিসংযোগ, অর্থ আত্মসাৎ, গেনেড হামলা রাজনীতির আদর্শ হতে পারে না। বঙ্গবন্ধুকে জানতে হবে হৃদয় দিয়ে,তাকে অনুধাবন করতে হবে হৃদয় দিয়ে। তিনি যেমন করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে, বাংলার মানুষের স্বপ্নকে ধারণ করেছিলেন নিজের বুকের মধ্যে।
প্রতিটি মানুষের হৃদয়ের সেই স্বপ্নকে আরো জড়ালো করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের সমস্ত সাহস শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন।বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। মুক্তিযুদ্ধের ১৬ আনাই মুজিবের নামে হয়েছে। পাকিস্থানীদের কাছে প্রতিটি বাঙ্গালী ছিল মুজিব কা আদমী। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষকে ভালোবাসার কারণেই মুজিবকে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের কুশিলবদের বিচারের দাবি জোরালো হচ্ছে।
৪১ বৎসরে শেখ হাসিনাকে অন্তত ২১ বার হত্যা চেষ্ঠা করা হয়েছে। সবাইকে সচেতন থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে এগিয়ে যেতে হবে বহুদুর।
শুক্রবার সকালে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ’বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি- রাষ্ট্র্রপ্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন এর সভাপতিত্বে সভা আরো বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্রাপক ড. নুর জাহান বেগম, স্কয়ার ট্রয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযুদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান। আরো উপস্থিত ছিলেন, সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবীর মজুমদার, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য মো. আশকুর রহমান খান সবুজ, বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সদস্য প্রকৌশলী আব্দুল আলিম প্রমূখ।
ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে দাবি না মানলে রাজপথে আন্দোলনের ঘোষণা ছাগলনাইয়ায় বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলার অভিযোগ গোদাগাড়ির মাদক কারবারি সিরাজগঞ্জে গ্রেফতার নওগাঁর সাপাহারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার ছাগলনাইয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হেযবুত তওহীদ পাবনা কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে বিরামপুরে মানববন্ধন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ প্রতিমন্ত্রী পলকের পাবনার চাটমোহরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরের ক্লিনিকে প্রসুতির মৃত্যু, নবযাতক সুস্থ্য আটঘরিয়ায় সিসিডিবি’র উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ২২জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান