ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- প্রকাশিত সময় ০৩:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / 106
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, আগষ্ট ২৭, ২০২২
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে পৌরএলাকার সুজাপুরস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
এসময় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রাক্তন অধ্যাপক চিত্তরঞ্জন দাশ, সাবেক সভাপতি ডা. নিরঞ্জন রায়, রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক হিরেন্দ্র নাথ বর্মন, সহকারী প্রধান শিক্ষক ভক্তি কুমার ঝাঁ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, জতীশ মহন্ত, শম্ভু গুপ্ত, কমলেশ রায়সহ হিন্দু স¤প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার নারী-পুরুষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দিনব্যাপী পূজা অর্চনাসহ প্রসাদ বিতরণ করা হয়। শেষে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী বিভাত্মানন্দ মহারাজের নেতৃত্বে মা সারদা মহিলা সংঘ ও স্বামী বিবেকানন্দ যুব সংঘ গঠন করা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, রামকৃষ্ণ সেবাশ্রম চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হচ্ছে।
স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় পাবনায় পুলিশ লাইনসের প্রধান গেট অনির্বাণ নির্মিত ভেড়ামারায় ৪ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের ৫দিন পর থানায় মামলা উদ্বোধনের একমাস যেতে না যেতেই নবনির্মিত সিংড়া শহর রক্ষা বাঁধে ধ্বস ও গর্তের সৃষ্টি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ২১ শে আগষ্টের সকল শহীদ স্মরণে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা পাবনার কেনাই গ্রামে গাছে ফাঁস নিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা নাটোরে এনএস কলেজে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পাঠচক্র শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি