৪৬তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন
- প্রকাশিত সময় ০৪:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / 126
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ন, আগষ্ট ২৭, ২০২২
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ২৭ আগস্ট সকাল ৮টায় ঢাকাস্থ কবির সমাধিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরপর কবির সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল, ন্যাপ ভাসানীর সভাপতি এম এ ভাসানী, সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, সদস্য মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, মোঃ শাহজাহান মোল্লাহ, কবি আরিফুর রহমান, কবি নাজনীন স্বপ্না,মোঃ মোর্শেদুর আলম দুলাল, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসা¤প্রদায়িক চেতনার ধারক বাহক ছিলেন, তিনি বাঙালি জাতির প্রেরণা ও শক্তির উৎস। কবি কাজী নজরুল ইসলাম শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে আজীবন নিয়োজিত ছিলেন। তিনি মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে ও জাতীয় কবির অসা¤প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে নজরুল চর্চা বাড়াতে হবে।
তিনি পাঠ্যপুস্তকে নজরুল বিষয়ক লেখা আরো অধিক অন্তর্ভুক্ত করার আহবান জানান। – প্রেস বিজ্ঞপ্ত
ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় পাবনায় পুলিশ লাইনসের প্রধান গেট অনির্বাণ নির্মিত ভেড়ামারায় ৪ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের ৫দিন পর থানায় মামলা উদ্বোধনের একমাস যেতে না যেতেই নবনির্মিত সিংড়া শহর রক্ষা বাঁধে ধ্বস ও গর্তের সৃষ্টি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ২১ শে আগষ্টের সকল শহীদ স্মরণে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা পাবনার কেনাই গ্রামে গাছে ফাঁস নিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি