একাত্তরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশিত সময় ০৮:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / 59
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, আগষ্ট ২৭, ২০২২
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে পাবনার ঈশ্বরদীতে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টুর দশম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১২ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্বাধীতাযুদ্ধের প্রাক্কালে পাকিস্তান বিমান বাহিনীতে চাকুরিরত অবস্থায় মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ঈশ্বরদী বিমান বন্দর, মাধপুর, দাশুড়িয়া, মুলাডুলি, মিরকামারি, আইকে রোড প্রভৃতি যুদ্ধে তিনি মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন।
এ উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিপাঠাগার ঈশ্বরদী শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সমাবেশ, কেন্দ্রীয় গোরস্তানে সিরাজুল ইসলাম মন্টুর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাসহ ঈশ্বরদীর বিশিষ্টজনেরা এসময় উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় প্রয়াত সিরাজুল ইসলাম মন্টুর জীবনের উপর আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, আব্দুল মতিন, গোলাম মাহমুদ বুলবুল, আব্দুর রাজ্জাক, খোন্দকার মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, মহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঈশ্বরদীর সভাপতি আব্দুর রহমান মিলন, সাধারণ সম্পাদক সজিব প্রামাণিক প্রমূখ।
আলোচনা শেষে আত্মার পারলৌকিক শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
৪৬তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় পাবনায় পুলিশ লাইনসের প্রধান গেট অনির্বাণ নির্মিত ভেড়ামারায় ৪ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের ৫দিন পর থানায় মামলা উদ্বোধনের একমাস যেতে না যেতেই নবনির্মিত সিংড়া শহর রক্ষা বাঁধে ধ্বস ও গর্তের সৃষ্টি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ২১ শে আগষ্টের সকল শহীদ স্মরণে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি