সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আসন্ন সম্মেলন
- প্রকাশিত সময় ১০:৪৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / 110
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ন, আগষ্ট ২৭, ২০২২
শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের শ্রী শ্রী কালিমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাতে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন বসাকের সভাপতিত্বে, সাধারন সম্পাদক শ্রী মানিক সরকারের পরিচালনায় ও শ্রী শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী শাহজাদপুরের কৃতী সন্তান শ্রী বিজয় কুমার ঘোষ, সাধারন সম্পাদক প্রার্থী বাসুদেব দত্ত, পৌর কাউন্সিলর জহরলাল হোসেন সহ উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদ ও ১১ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় আগামি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী শ্রী বিজয় কুমার ঘোষ ও সাধারন সম্পাদক প্রার্থী শ্রী বাসুদেব দত্তকে পৌর ও ১১ টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়ে তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
শেষে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথির শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শাহজাদপুরে স্মরণকালের বৃহৎ আনন্দ শোভাযাত্র সফল করার জন্য পৌর কমিটির সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারসহ পৌর কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সনাতনীরা। এরপর পুরস্কার বিতরণ করা হয়।
পাবনার ভাঙ্গুড়ায় দিনমজুরের সন্তান আহাদ হোসেনের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় পাবনায় পুলিশ লাইনসের প্রধান গেট অনির্বাণ নির্মিত ভেড়ামারায় ৪ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প রাজশাহীর গোরহাঙ্গা পুকুরের দূষিত পানিতে চরম বিপাকে এলাকাবাসী
পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের ৫দিন পর থানায় মামলা উদ্বোধনের একমাস যেতে না যেতেই নবনির্মিত সিংড়া শহর রক্ষা বাঁধে ধ্বস ও গর্তের সৃষ্টি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স মীর ট্রাভেলসের আয়োজনে হাজীদের পূর্ণমিলনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত ২১ শে আগষ্টের সকল শহীদ স্মরণে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা পাবনার কেনাই গ্রামে গাছে ফাঁস নিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি