পাবনার সাঁথিয়ায় উপজেলা সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১১:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / 119
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ন, আগষ্ট ২৭, ২০২২
পাবনার সাঁথিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) উদ্যোগে ও ব্র্যাক এর সহযোগিতায় সাঁথিয়া উপজেলা সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালার আয়োজন হয়।
গত মঙ্গলবার (২৩ আগস্ট-২০২২) বেলা ১১.০০ ঘটিকায় সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও ব্র্যাক রোড় সেফটির প্রকল্প ব্যবস্থাপক একেএম খায়েরুজ্জামানের পরিচালনায় উক্ত কর্মশালায় বক্তব্য দেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) কমল কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন,
মোটরযান পরিদর্শক (বিআরটিএ) হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবে হাসান টিটো, গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মিজানুর রহমান, কর্ম পরিকল্পনা প্রণয়ন কর্মশালাটি তথ্য উপস্থাপন করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক ইনচার্জ মোঃ মতিউর রহমান ।
সকলের আলোচনার ভিত্তিতে সড়ক নিরাপত্তা সচেতনতা বিষয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সাঁথিয়া উপজেলার সড়ক নিরাপত্তা কমিটির সদস্যরা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় অংশগ্রহণ করেন।
পাবনার ভাঙ্গুড়ায় দিনমজুরের সন্তান আহাদ হোসেনের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় পাবনায় পুলিশ লাইনসের প্রধান গেট অনির্বাণ নির্মিত ভেড়ামারায় ৪ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প রাজশাহীর গোরহাঙ্গা পুকুরের দূষিত পানিতে চরম বিপাকে এলাকাবাসী
পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের ৫দিন পর থানায় মামলা উদ্বোধনের একমাস যেতে না যেতেই নবনির্মিত সিংড়া শহর রক্ষা বাঁধে ধ্বস ও গর্তের সৃষ্টি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেসার্স মীর ট্রাভেলসের আয়োজনে হাজীদের পূর্ণমিলনী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত ২১ শে আগষ্টের সকল শহীদ স্মরণে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা পাবনার কেনাই গ্রামে গাছে ফাঁস নিয়ে রাজমিস্ত্রীর আত্মহত্যা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি