৫২ ঘণ্টা পর শিশুর গলা থেকে বের হলো সেফটিপিন
- প্রকাশিত সময় ১২:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / 93
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ন, আগষ্ট ২৭, ২০২২
নুডলস খেতে গিয়ে তিন বছর বয়সী সোহানা আক্তার জিদনীর গলায় আটকে যায় এক সেফটিপিন। এতে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। দুশ্চিন্তায় দিন কাটে বাবা-মা ও স্বজনদের। শিশুকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটকে থাকেন তার বাবা-মা। নানা শঙ্কা, দুশ্চিন্তা ও ভয় পার করে ৫২ ঘণ্টা পর অবশেষে শিশুর গলা থেকে বের করা হলো সেফটিপিন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কোনো অপারেশন ছাড়াই অত্যাধুনিক মেশিনের সাহায্যে ওই শিশুর গলা থেকে সেফটিপিনটি বের করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে মা-বাবার সঙ্গে নাটোরে নিজ বাড়িতে ফিরে শিশুটি।
শিশু সোহানা নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড় বাদকয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
শফিকুল ইসলাম জানান, মেয়ে সোহানা বরাবরই নুডলস পছন্দ করে। অন্যান্য দিনের মতো গত বুধবার বিকাল ৫টার দিকে মা জুলেখার কাছে নুডলস খাওয়ার সময় গলায় ওই সেফটিপিন চলে যায়। শিশুটি তখন বমি করতে থাকে।
তিনি আরও জানান, একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। সেখানে এক্স-রে করে দেখা যায়, শিশুর খাদ্যনালিতে একটি সেফটিপিন আটকে আছে। কিন্তু ওই সেফটিপিন বের করার মতো মেশিন অকেজো থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানেই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মেশিনের মাধ্যমে সেফটিপিনটি বের করেন ডাক্তাররা। পরে রাত ৩টার দিকে বাড়ি ফিরেন তারা।
৪৬তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন ফুলবাড়ীতে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন স্কয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় পাবনায় পুলিশ লাইনসের প্রধান গেট অনির্বাণ নির্মিত ভেড়ামারায় ৪ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগের ৫দিন পর থানায় মামলা উদ্বোধনের একমাস যেতে না যেতেই নবনির্মিত সিংড়া শহর রক্ষা বাঁধে ধ্বস ও গর্তের সৃষ্টি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ২১ শে আগষ্টের সকল শহীদ স্মরণে ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনছি — পাবনায় শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি