বেড়ায় সংসদ সদস্যের সাথে চরের মানুষের প্রত্যাশা শীর্ষক গণসুনানী অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৭:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
- / 96
বেড়া সংবাদদাতাঃ সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি বলেছেন চরের মানুষের আনেক সমস্যা রয়েছে। চরের উন্নয়নের জন্য চরবসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
৩০ জুলাই সকাল ১১ টায় পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমুন্নয় ও ন্যাশনাল চর অ্যালায়েন্সের আয়োজনে ও যমুনা সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় সংসদ সদস্যের কাছে চরের মানুষের প্রত্যাশা শীর্ষক গণসুনানী অনুষ্ঠানে আহমেদ ফিরোজ কবিরএমপি এ কথা বলেন।
তিনি চরের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এ এম রাকিব উল্লার সভাপতিত্বে ও সমুন্নয় ও ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুলকাদের।
বেড়া চর অ্যালায়েন্সের সভাপতি ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, স্বাগত বক্তব্য দেন যমুনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোনজেদ আলী।
পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামৗলীগের সাধারণ সম্পাদক কাজী আলতাব হেসেন, বেড়া চর অ্যালায়েন্সের সহ-সভাপতি সুসমারাণী প্রমুখ।
এর আগে মূলভ’মি থেকে বিচ্ছিন্ন বিভিন্ন চরের শতশত নারী-পুরুষ প্রধান অতিথির কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
চর এলকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সংযোগ স্থাপন, স্বাস্থ্য সেবা নিশ্চিৎকরণ, প্রত্যেক চরে একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা, কৃষি আবাদ ও গবাদি পশু পালনের সুব্যবস্থ সহ বিভিন্ন দাবী করেন এই গণ সুনানী অনুষ্ঠানে।