নারী বান্ধব স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এক্সরে কক্ষ সারা বছর তালাবদ্ধ থাকে
- প্রকাশিত সময় ১০:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / 105
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, আগষ্ট ২৮, ২০২২
পাবনার ভাঙ্গুড়া উপজেলার নারী বান্ধব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের বহুদিন ধরে সংকট চলছে । ফলে ৫০ শয্যার এ হাসপাতালে বছরের পর বছর ধরে কোনো ধরনের অস্ত্রোপচার ও এক্সরে হচ্ছে না দীর্ঘদিন ।
ফলে নারী বান্ধব স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এক্সরে কক্ষ সারা বছর তালাবদ্ধ থাকে । একই সঙ্গে সাধারণ স্বাস্থ্যসেবার মান নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
অপরদিকে এ উপজেলায় যখন প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ানের মত অপারেশন, এক্সরে অহরহ করছেন তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন
দেখা দিয়েছে সরকার কোটি কোটি টাকা খরচ করে স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌচ্ছে দেওয়ার যে কাজ করছেন তা এই নারী বান্ধব স্বাস্থ্য কমপ্লেক্সে তার ব্যাহত হচ্ছে।
পাশাপাশি অপারেশন, ও এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে ডায়গোস্টিক সেন্টারে গিয়ে তাদের হয়রানিসহ মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে ।
সূত্রে জানা গেছে, সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে ৩১ শয্যা বিশিষ্ট ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিকায়ন করে ৫০ শয্যায় উন্নীত হয় ২০১৫ সালে ।
মূল ভবনের পাশে আরও একটি দৃষ্টিনন্দন তিনতলা ভবন নির্মাণ শেষ হয়েছিল একই বছরে । ওই বছরই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের দৃষ্টিনন্দন ভবনটির উদ্বোধন করেছিলেন ।
মূলত তখন থেকেই এই স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক তিনতলা ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল হিসেবে ব্যবহার করেও আসছেন। এই ভবনের দ্বিতলায় রয়েছে অপারেশনের সুবিধা সম্বলিত একাধিক এয়ারকন্ডিশনার (এসি) যুক্ত একটি সজ্জিত অপারেশন থিয়েটার।
কিন্তু সেই অপারেশন থিয়েটার আজ অবধি অপারেশনের জন্য চালু হয়নি । ফলে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে প্রদেয় অপারেশন কাজের জন্য যন্ত্রপাতি ইত্যেমধ্যে নষ্ট হতে বসেছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন,তিনি নিজেই একজন গাইনি সার্জন। কিন্তু এখানে অ্যানেসথেসিস্ট নেই। তাছাড়া ওটির সরঞ্জাম জীবাণুমুক্ত করার মেশিনও নেই।
তাই এখানে সিজারিয়ানসহ বড় ধরনের কোনো অপারেশন করা যাচ্ছে না। তবে সিজারিয়ান সহ এক্সরে সেবা আগামীতে অতিশ্রীঘই দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী বলেন, ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চাহিদাগুলো তিনি তার উর্ধতন কর্তৃ পক্ষকে জানিয়েছেন। অপারেশন করতে অ্যানেসথেসিস্ট ও সার্জন এর ব্যবস্থা করে হাসপাতালটিতে দ্রুতই অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এক্সরে মেশিনটিও মোরামত করা হয়েছে অপারেটর পেলে সেটিও চালু করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
ঈশ্বরদীতে ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে একটি ভুঁইফোড় কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ঈশ্বরদীতে কাঁচা মরিচ ৪০ টাকা কেজি মিশরে এনপিপি নির্মাণে কোরীয় প্রতিষ্ঠানকে যুক্ত করলো রসাটম অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস এর আবেদনকৃত মাস্ট ইউনিভার্সিটির বিষয়টি দেখার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পাবনার আটঘরিয়া কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশ ও দালালের যোগসাজশে ঘুষ লেনদেন ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশ ও দালালের যোগসাজশে ঘুষ লেনদেন ৫২ ঘণ্টা পর শিশুর গলা থেকে বের হলো সেফটিপিন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আসন্ন সম্মেলন সাঁথিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪৬তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবির সমাধিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শ্রদ্ধা নিবেদন