পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী
- প্রকাশিত সময় ১১:৫৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / 149
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ন, আগষ্ট ২৮, ২০২২
পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী। এর আগে তিনি নেত্রকোনা জেলার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
রোববার (২৮ আগস্ট) বিকেলের দিকে তিনি পাবনা জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহনের পরপরই জেলা পুলিশ পাবনার ফেসবুক পেজে “পুলিশ হবে জনগনের প্রথম ভরসাস্থল” উল্লেখ্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি জেলার মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও অন্যান্য অপরাধ সংক্রান্তে তথ্য বা যেকোন পুলিশ সেবার জন্য সরাসরি জেলা পুলিশ পাবনার ফেসবুক পেজে মেসেজ করার কথা উল্লেখ করেন।
এর আগে পাবনায় কর্মরত এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে পাবনা থেকে বিদায় নেন।
প্রসঙ্গত, মহিবুল ইসলাম খান, বিপিএম ২০২১ সালের ১ জানুয়ারি পাবনায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং চলতি বছরের জুন মাসে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। তাকে র্যাবে বদলি করা হয়েছে।
নবাগত এসপি মোঃ আকবর আলী মুন্সী, পূর্ববর্তী এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম-এর স্থলাভিষিক্ত হলেন।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র অভিযান, অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাঙ্গুড়ায় আহাদের চিকিৎসার জন্য অফিসার্স ক্লাবের ৪০হাজার টাকা প্রদান নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর, ২ লক্ষ টাকা লুট শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দরে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ঈশ্বরদীতে ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে একটি ভুঁইফোড় কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান মিশরে এনপিপি নির্মাণে কোরীয় প্রতিষ্ঠানকে যুক্ত করলো রসাটম অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস এর আবেদনকৃত মাস্ট ইউনিভার্সিটির বিষয়টি দেখার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পাবনার আটঘরিয়া কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঈশ্বরদীতে ট্রাফিক পুলিশ ও দালালের যোগসাজশে ঘুষ লেনদেন ৫২ ঘণ্টা পর শিশুর গলা থেকে বের হলো সেফটিপিন