ঈশ্বরদীর দাশুড়িয়ায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
- প্রকাশিত সময় ০১:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / 191
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১ পূর্বাহ্ন, আগষ্ট ২৯, ২০২২
পাবনা ঈশ্বরদীর দাশুড়িয়ায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে আলম হোসেন ওরফে দেবেন আলম (৫০) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
লম্পট শ্বশুর আলম হোসেন কালিকাপুর দিকশাইল গ্রামের মৃত আবুল কাশেম এর ছেলে।
রবিবার ২৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার ২৭ আগস্ট রাতে খাওয়া দাওয়া শেষে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর দেবেন আলম তার পুত্রবধু কে রাতে জোরপূর্বক ধর্ষণ করে।
ভুক্তভোগী পুত্রবধুর স্বামী শামীম হোসেন ঢাকায় থাকার সুবাদে বিষয়টি মোবাইল করে জানালে তার স্বামী বিশ্বাস না করে উল্টো তাকে বলেন আমার বাবা এমন কাজ করতে পারে না। এবং তাকেই বকাবকিসহ হুমকি দেয়।
লোক লজ্জার ভয়ে রবিবার আগস্ট সকালে পুত্রবধু বাগবাড়িয়া গ্রামে তার বাবার বাড়িতে চলে যায়।
ঘটনাটি জানাজানি হলে লম্পট আলম বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুত্রবধুর পরিবারকে নানাভাবে হুমকি দেয়। এক পর্যায়ে রবিবার সন্ধায় ভুক্তভোগী পুত্রবধু তার ভাবী ও তার বাড়ীর পাশের এক বড় ভাইসহ অন্য সদস্যদের সাথে নিয়ে ঈশ্বরদী থানায় এসে শ্বশুর দেবেন আলমের বিরুদ্ধে মৌখিক অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরদী থানার তদন্ত ওসি বিস্তারিত শুনে ধর্ষণের প্রমাণ পেয়েই ওসি তদন্ত হাদিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে শ্বশুর আলম কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত আলমকে জিজ্ঞাসাবাদ করছিলো ঈশ্বরদী থানা পুলিশ।
এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু) পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র অভিযান, অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাঙ্গুড়ায় আহাদের চিকিৎসার জন্য অফিসার্স ক্লাবের ৪০হাজার টাকা প্রদান নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর, ২ লক্ষ টাকা লুট শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দরে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ঈশ্বরদীতে ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে একটি ভুঁইফোড় কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান মিশরে এনপিপি নির্মাণে কোরীয় প্রতিষ্ঠানকে যুক্ত করলো রসাটম অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস এর আবেদনকৃত মাস্ট ইউনিভার্সিটির বিষয়টি দেখার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পাবনার আটঘরিয়া কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রেশন ও ঝুঁকি ভাতা চালু না হওয়ায় চরম অসন্তোষ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে