জ্ঞানার্জন ও জ্ঞানকে কাজে লাগাতে হবে : পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন
- প্রকাশিত সময় ০৫:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / 100
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, আগষ্ট ২৯, ২০২২
আজ সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “ক্যারিয়ার, প্লানিং ইন এডুকেশন, রিসার্চ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ” বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রিসোর্স পারসন ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম,স্কয়ার টেক্সটাইল লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক দেবাশীস রায় এবং বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, সাভারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জহুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রওশন আলী।
উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এই ধরনের বিশেষায়িত সেমিনারের মধ্য দিয়ে আমাদের জানার পরিধি বাড়াতে হবে। আমাদের জানতে এবং শিখতে হবে।
শেখার মাধ্যমে সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে, কর্মক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে। নিজেকে প্রথমে সমৃদ্ধ করে, ধাপে ধাপে পরিবার, সমাজ এবং দেশকে সমৃদ্ধ করতে হবে। জ্ঞানার্জনের ক্ষুধা থাকতে হবে এবং এই স্পৃহা’ই তোমাদের নিদির্ষ্ট গন্তব্যে পৌঁছে দিবে। জ্ঞানকে গ্রহণ এবং সঠিকভাবে কাজে লাগাতে হবে। শেখার মধ্যে নতুন ও পুরাতনের সম্মিলন ঘটাতে হবে। জীবনের প্রতিটি মুহূর্তে অল্প অল্প করে শেখাটাই এক সময়ে বড় আকার ধারণ করবে।
তিনি আরও বলেন, সেনিারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকরাও বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারবে।
সেমিনারে শিক্ষা, গবেবষণা এবং ইন্ডাস্ট্রিয়াল বিষয় নিয়ে আলোচকবৃন্দ আলোচনা করেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক হোসেন। বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ২ তে সকাল ১১.৩০ মিনিটে সেমিনারটি শুরু হয়। ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮ বিশিষ্ট নাগরিক আতিক ভাইকে আজও প্রয়োজন রাণীনগরে পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু) পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র অভিযান, অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধার নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর, ২ লক্ষ টাকা লুট শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দরে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ঈশ্বরদীতে ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে একটি ভুঁইফোড় কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭