দ্রব্যমূল্যের উর্ধবগতি, জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- প্রকাশিত সময় ০৬:২৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / 153
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ন, আগষ্ট ২৯, ২০২২
দ্রব্যমূল্যের উর্ধবগতি, জ্বালানি তেল পরিবহন ভাড়া লোডশেডিং সহ পুলিশ কর্তৃক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর আলোকে কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও জেলা বিএনপির প্রতিনিধি কাজী নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে গতকাল সোমবার (২৯/৮) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা অংশ নেয়।
নবীনগর বাসস্ট্যান্ডে জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি কাজী ফুরকান ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় কাজী নাজমুল হোসেন তাপস বলেন, সরকারের মুনাফালোভী সিন্ডিকেটের কারনে আজ দেশে দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে, বিদ্যুৎতের দূর্নীতির কারনে অসহনীয় লোডশেডিং দিচ্ছে এবং পুলিশ দিয়ে আমাদের নেতাকর্মীদের গুম খুন নির্যাতন করে চলছে।আজকে তারই প্রতিবাদে নবীনগরে দলীয় লোকজনসহ সাধারণ মানুষ ফুসেঁ উঠেছে এই সরকারের শেষ ঘন্টা বাজানোর জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না দিলে দেশে কোন নির্বাচন হবে না। আগামী দিনের রাস্ট্র নায়ক তারেক জিয়ার নেতৃত্বে নবীনগর তৃণমূল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকলকে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকার কে উৎখাত করবো ইনশাল্লাহ।
পুলিশ কর্তৃক ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মাতববর কে হত্যার নিন্দা জানিয়ে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড.আনিছুর রহমান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুূদ, মহিলা নেত্রী সালেহা, জেলা ছাত্র দলের আহ্বায়ক ফুজায়েল চৌধুরী , নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাঈন উদ্দিন মাইনু,পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ সাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুফিজুল ইসলাম মুকুল,আলী আজ্জম, হযরত আলী, রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী ও ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ প্রমূখ।
জ্ঞানার্জন ও জ্ঞানকে কাজে লাগাতে হবে : পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮ বিশিষ্ট নাগরিক আতিক ভাইকে আজও প্রয়োজন রাণীনগরে পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন পাবনা-১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামসুল হক (টুকু) পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো: আকবর আলী মুন্সী র্যাব-১২, সিপিসি-২ পাবনা’র অভিযান, অবৈধ অস্ত্র ও ইয়াবা উদ্ধার নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়ি-ঘর ভাংচুর, ২ লক্ষ টাকা লুট শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দরে ট্রাক মালিক সমিতির কর্মবিরতি ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭