পাবনায় শুরু হয়েছে ৭’শ বছরের ঐতিহ্যবাহী ভদ্রকালী পূজা
- প্রকাশিত সময় ১২:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / 144
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ন, আগষ্ট ২৯, ২০২২
প্রায় ৭’শ বছরের পুরাতন সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার অন্তর্গত রুপপর বারুণীতলা ভদ্রকালী ও রক্ষাকালী মাতার মন্দির। ভদ্রাকালী মাতার পুজার পুণ্য তিথি অনুযায়ী নিয়মিত এই পূজা অনুষ্ঠিত হয় এবং দেবীর নিকট প্রতি বছর ভোগ অর্পন করা হয়। স্থানীয় তরুণদের সদিচ্ছায় এবারও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে পূজা।
গত শনিবার (২৭ শে আগস্ট) থেকে তিন দিনব্যাপী পূজা এবং হাজার বছরের ঐতিহ্যবাহী কবিগানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিদিন পূজা অর্চনার পাশাপাশি পূজা অন্তে বলিদান, ভোগ আরতি এবং প্রাসাদ বিতরণ করা হচ্ছে। সোমবার (২৯ আগস্ট) পূজা শেষে কীর্তনগানের মধ্য দিয়ে পরদিন মঙ্গলবারের (৩০ আগস্ট) আনুষ্ঠানিকতা কবিগান শুরু হবে যা শেষ হবে বুধবার (৩১ আগস্ট)।
রুপপুর বারুণীতলা স্থানীয়ভাবে জনপ্রিয় একটি তীর্থস্থান এবং বারুণী তিথিতে পুণ্যার্থীদের আগমনে বারুণীস্নান অনুষ্ঠিত হয়। পূজা কমিটির উপদেষ্টা শ্রী বরুন কুমার দাস বলেন, “বহুবছরের পুরাতন এই ঐতিহ্যবাহী মন্দির। আমাদের সাধ্যানুযায়ী তিথি অনুযায়ী চেষ্টা করি স্থানীয় সকলের সহযোগীতায় নিয়মিত আয়োজনটি করার। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি সকলকে সবান্ধবে নিমন্ত্রণ জানাই।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন কে বাস্তবায়িত করতে স্থানীয় এই আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আয়োজনটিকে সাধুবাদ জানান আগত ভক্তবৃন্দ এবং দর্শনার্থীরা।
ভূঞাপুরে সন্তানকে হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজায় মা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত কারামুক্ত শাহজাদপুরের আ.লীগ নেতা রাজীব শেখ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন কুমারখালীর শিক্ষা কর্মকর্তা ঈশ্বরদী ইপিডেজে নারী কেলেঙ্কারী, মামলা নেয়নি পুলিশ দ্রব্যমূল্যের উর্ধবগতি, জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ঈশ্বরদী ইপিডেজে নারী কেলেঙ্কারী, মামলা নেয়নি পুলিশ জ্ঞানার্জন ও জ্ঞানকে কাজে লাগাতে হবে : পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮ বিশিষ্ট নাগরিক আতিক ভাইকে আজও প্রয়োজন রাণীনগরে পৃথক পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার