বিজ্ঞপ্তি :
বেড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৭:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
- / 107
পাবনা বেড়া উপজেলার কাজীরহাট থেকে পাবনা ও নগরবাড়ি থেকে বগুড়া মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
গতকাল বুধবার (৩১জুলাই) সকাল দশটার দিকে অধিদপ্তরের ‘এস্টেট অ্যান্ড ল’ অফিসার মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে বেড়া উপজেলার কাঁশিনাথপুর ফুল বাগান মোড়ের ও আশাপাশে প্রায় আট শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ ছাড়াও পুলিশ, দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও গ্যাস কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ, পাবনার নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, এসব মহাসড়ক ফোর লেনে উন্নত করার কাজ শুরু হবে শিগগির।
তাছারা ফুটপাত দখলমুক্ত করতে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ৪দিন ব্যাপী উচ্ছেদ অভিযান কর্মসুচি চলবে।