পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রকাশিত সময় ০৬:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / 130
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, আগষ্ট ৩০, ২০২২
পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। এরই মধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে বন্যায় কী লাগবে সেটা দেখতে। বন্যা কবলিত এলাকায় শিশুরা খুব কষ্টে আছে, তাদের জন্য প্রয়োজনীয় খাবারসহ আর কী দেয়া যেতে পারে সেগুলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা পাকিস্তানে সহায়তা পাঠাবো।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেই হিসাবে তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। সেটাই আমরা পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। আমরা সবসময় আর্তমানবতার সেবায় তাদের পাশে থাকবো।
আরেক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, যারা ১৫ আগস্টের খুনি, তাদের স্বজন ও কিছু অপরাধী এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
পাবনার চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার ৩ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম সরদার এর ৫১তম শাহাদৎ বার্ষিকী পালিত পাবনায় শুরু হয়েছে ৭’শ বছরের ঐতিহ্যবাহী ভদ্রকালী পূজা ভূঞাপুরে সন্তানকে হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজায় মা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত কারামুক্ত শাহজাদপুরের আ.লীগ নেতা রাজীব শেখ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন কুমারখালীর শিক্ষা কর্মকর্তা ঈশ্বরদী ইপিডেজে নারী কেলেঙ্কারী, মামলা নেয়নি পুলিশ দ্রব্যমূল্যের উর্ধবগতি, জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জ্ঞানার্জন ও জ্ঞানকে কাজে লাগাতে হবে : পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন