পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার বাসুকে পাবনার মানুষ চীরদিন স্মরণ রাখবে — আলোচনা সভায় বক্তারা
- প্রকাশিত সময় ১২:৩০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / 79
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ন, আগষ্ট ৩১, ২০২২
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার বাসুকে পাবনার মানুষ চীরদিন স্মরণ রাখবে——— পাবনা প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা
বার্তা সংস্থা পিপ (পাবনা) : ভাল কাজের জন্য পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক প্রফেসর আব্দুস সাত্তার বাসুকে পাবনার মানুষ চীরদিন স্মরণ করবে। তিনি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষাঙ্গনে গ্ররুত্বপুর্ন ভুমিকা রেখেছেন। তিনি মহাকালের যুগসন্ধিক্ষণের সাক্ষী। তিনি সাংবাদিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় সারা জীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন।
গতকাল মঙ্গলবার রাতে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আব্দুস সাত্তার বাসুর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন। সভা শুরুর আগে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আব্দুস সাত্তার বাসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রবীন সাংবাদিক ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতীন খান।
পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, দি ডেইলি অবজারভার সংবাদদাতা সমিতির সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনা থেকে প্রকাশিত দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, বর্তমান সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দি নিউনেশন ও আরটিভির জেলা প্রতিনিধি প্রফেসর আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের নবনির্বাচিত সহ সম্পাদক সারোয়ার উল্লাস, প্রেসক্লাবের নবনির্বাচিত কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, নবনির্বাচিত দফতর সম্পাদক কানু সান্যাল, দৈনিক জোড়বাংলা নির্বাহী সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত, গাজী টিভির ইমরোজ খন্দকার বাপ্পী, ডিবিসির প্রতিনিধি মীর্জা পার্থ হাসান, বৈশাখী টিভি প্রতিনিধি মিজান তানজিল, পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, দৈনিক নতুন বিশ^বার্তার নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম বকুল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু প্রমুখ।
পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাবনার চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার ৩ আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল কাশেম সরদার এর ৫১তম শাহাদৎ বার্ষিকী পালিত পাবনায় শুরু হয়েছে ৭’শ বছরের ঐতিহ্যবাহী ভদ্রকালী পূজা ভূঞাপুরে সন্তানকে হত্যার পর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজায় মা হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত কারামুক্ত শাহজাদপুরের আ.লীগ নেতা রাজীব শেখ কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন কুমারখালীর শিক্ষা কর্মকর্তা ঈশ্বরদী ইপিডেজে নারী কেলেঙ্কারী, মামলা নেয়নি পুলিশ দ্রব্যমূল্যের উর্ধবগতি, জ্বালানি তেল পরিবহন ভাড়া বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ