আইভি রহমান সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- প্রকাশিত সময় ০৫:০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / 160
স্বতঃকণ্ঠ অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, আগষ্ট ৩১, ২০২২
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ‘আইভি রহমান সম্মাননা পদক-২০২২’ এ ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ৩০ আগস্ট বিকেলে ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করেন।
বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি শেখ ইকবাল খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির অন্যতম সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে তিনি ইতোমধ্যে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। – প্রেস বিজ্ঞপ্তি
দেশের বৃহত্তর গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) সেচ প্রকল্পের ৩টি পাম্পের দুটিই বিকল পাকশী রেলওয়ে অফিসে মত বিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠিত
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার বাসুকে পাবনার মানুষ চীরদিন স্মরণ রাখবে — আলোচনা সভায় বক্তারা পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চলনবিলে নৌকাডুবি: মৃত্যুকে কাছ থেকে দেখা গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ কুমারখালীতে চাটখিলে নকল,ভেজাল,মেয়াদ উত্তীর্ণ আন রেজিস্টার্ড, ঔষধ বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা বিএনপি জামাতের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন শাহজাদপুরে
বড়াইগ্রামে ভুয়া ডাক্তার আটক