স্কুল ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেফতার
- প্রকাশিত সময় ১০:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / 105
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ন, আগষ্ট ৩১, ২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুরে তরুনীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্সনের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
জানা যায়, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগাহচর গ্রামের শান্ত খলিফার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী (১৬) কে গত ২৭ আগষ্ট রাত সোয়া ৯টার সময় বিদ্যুৎ চলে গেলে বাড়ীর সামনে দাড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের সুরমত খাঁর পুত্র কিরণ খাঁ (২৪) এবং ভেকু চালক শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের আমিনুল ইসলামের পুত্র ফাইজুল ইসলাম (২২) জোরপূর্বক মুখ চেপে ধরে পার্শ্ববর্তি কাঠবাগানে নিয়ে যায় ।
এক পর্যায়ে স্বর্ণাকে পালাক্রমে কিরণ ও ফাইজুল মুখ বেধে ধর্ষণ করে। মুমর্ষ অবস্থায় স্বর্ণাকে কাঠ বাগানে ফেলে রেখে চলে যায়। পরে স্বর্ণার মা তাকে খোঁজা খুজি করতে গিয়ে কাঠবাগান থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনে সেখানে গিয়ে স্বর্ণাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে ধর্ষিতা স্বর্নার বাবা শান্ত খলিফা বাদী হয়ে কিরণ ও ফাইজুলকে আসামী করে শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা করে।
শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করেব গত মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
ধর্ষিত স্বর্ণার পিতা শান্ত খলিফা জানান, অভিযুক্তদের মধ্যে ভেকু চালক কিরণ ইতিপূর্বে অনেকবার তার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। ওই দিন দুজন যোগসাজসেই স্বর্ণাকে তুলে নিয়ে ধর্ষণ করেছে। আমি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
থানার অফিসার (তদন্ত) শেখ মঈনুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা মেয়েটিকে মেডিক্যাল করিয়েছি। ঘটনার সাথে জড়িত কিরণ ও ফাইজুল দুই আসামীকেই গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১০৬ গ্রাম হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে তথ্য প্রযুক্তি আইনে মামলা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তি রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘বাধা নেই’: জ্বালানি উপদেষ্টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’, বাবা গ্রেফতার আইভি রহমান সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল দেশের বৃহত্তর গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) সেচ প্রকল্পের ৩টি পাম্পের দুটিই বিকল পাকশী রেলওয়ে অফিসে মত বিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠিত
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার বাসুকে পাবনার মানুষ চীরদিন স্মরণ রাখবে — আলোচনা সভায় বক্তারা পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চলনবিলে নৌকাডুবি: মৃত্যুকে কাছ থেকে দেখা