স্বর্ণের বারসহ পাচারকারী আটক যশোরের শার্শা সীমান্তে
- প্রকাশিত সময় ১০:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / 182
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩৭ অপরাহ্ন, আগষ্ট ৩১, ২০২২
বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ’ ৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবারসহ শুকুর আলী (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক শুকুর আলী রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান পিএসসি জানান, গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি।
সীমান্ত পথে ভারতে পাচার কালে তাকে স্বর্ণসহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১কোটি ৭০লাখ টাকা বলে জানায় বিজিবি। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যাবহৃত একটি মটরসাইকেল। স্বর্নসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
এই নিয়ে খুলনা-২১ বিজিবি গত ৬ মাসে প্রায় সাড়ে ১৩ কেজি সোনা আটক করেছে। এ সময় ৭ জন আসামীকে আটক করে তারা। সমুদয় আটককৃত সোনার সিজার মুল্য প্রায় ১০ কোটি টাকা।
রাজশাহীতে তথ্য প্রযুক্তি আইনে মামলা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটুক্তি রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘বাধা নেই’: জ্বালানি উপদেষ্টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’, বাবা গ্রেফতার আইভি রহমান সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল দেশের বৃহত্তর গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) সেচ প্রকল্পের ৩টি পাম্পের দুটিই বিকল পাকশী রেলওয়ে অফিসে মত বিনিময় সভা ও উপহার বিতরণ অনুষ্ঠিত
পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার বাসুকে পাবনার মানুষ চীরদিন স্মরণ রাখবে — আলোচনা সভায় বক্তারা পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর চলনবিলে নৌকাডুবি: মৃত্যুকে কাছ থেকে দেখা গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র জব্দ কুমারখালীতে