নাটোরের বড়াইগ্রামে মাছের জালে আটকে জেলের মৃত্যু!
- প্রকাশিত সময় ০৭:৫১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / 96
নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ২, ২০২২
নাটোরের বড়াইগ্রাম ও বাগাতিপাড়া সীমানা দিয়ে প্রবাহিত নন্দকুজা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে আটকে মারা গেছেন এক জেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দকুজা নদীর বড়াইগ্রামের জোয়াড়ি রামাগাড়ি স্লুইস গেইট এলাকা থেকে জালে পেচানো ওই জেলের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। নিহত ওই জেলের নাম দবির শাহ (৬০)। সে বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের মৃত বরকত শাহ এর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শরীফুল ইসলাম জানান, দুপুরের পর ‘টানা বেড় জাল’ নিয়ে মাছ ধরতে নদীতে নামে ১৪ জন জেলে। ৭০ গজ দৈর্ঘ্য ও ৫ গজ প্রস্থের ওই জালের মাঝখানটা ঠিক রাখতে দবির শাহ ডুবে ডুবে ঠিক রাখার চেষ্টা করছিলো।
কিন্তু প্রবল স্রোতে সহযোগী জেলেরা জাল ধরে রাখতে না পেরে জাল ছুটে যায়। আর তাতে পেচিয়ে পানিতে তলিয়ে যায় দবির। পরে স্থানীয় জেলেরা ও খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে জালে পেচানো দবির শাহ’র মৃতদেহ উদ্ধার করে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান চান মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নাটোরের বড়াইগ্রাম ও বাগাতিপাড়া সীমানায় প্রবাহিত নন্দকুজা নদীতে মাছ ধরতে গিয়ে জালে আটকে মারা গেছেন দবির শাহ (৬০) নামের এক জেলে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় নন্দকুজা নদীর বড়াইগ্রামের জোয়াড়ি রামাগাড়ি সুইস গেট এলাকা থেকে জালে পেঁচানো মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।
জানা যায়, বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের বাসিন্দা দবির শাহ। দুপুরের পর ‘টানা বেড় জাল’ নিয়ে মাছ ধরতে নদীতে নামেন ১৪ জন জেলে। ৭০ গজ দৈর্ঘ্য ও ৫ গজ প্রস্থের ওই জালের মাঝখানটা ঠিক রাখতে দবির শাহ ডুবে ডুবে ঠিক রাখার চেষ্টা করছিলেন।
এ সময় প্রবল স্রোতে সহযোগী জেলেরা জাল ধরে রাখতে না পেরে জাল ছুটে যায়। এরপর জালে পেঁচিয়ে পানিতে তলিয়ে যান দবির।
স্থানীয় জেলে ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে জালে পেঁচানো দবির শাহর মরদেহ উদ্ধার করে। জোয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোরে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলযুক্ত রুপালি বিড়ি জব্দ পাবনায় পুলিশ নারী কল্যাণ সমিতির নতুন সভানেত্রী বরন অনুষ্ঠিত আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বলিউড – ৬৭তম ফিল্মফেয়ারে সেরা হলেন যারা যুব মহিলা লীগের শোক দিবস উপলক্ষ্যে আলোচনা রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘বাধা নেই’: জ্বালানি উপদেষ্টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’, বাবা গ্রেফতার আইভি রহমান সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল দেশের বৃহত্তর গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) সেচ প্রকল্পের ৩টি পাম্পের দুটিই বিকল শাহজাদপুরে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, দুই অভিযুক্ত গ্রেফতার