পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
- প্রকাশিত সময় ০৪:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / 71
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩, ২০২২
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা তাদের পাওনা টাকার জন্য বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শেষে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় মিলের ২নং গেটে বিক্ষোভ সমাবেশ ও মিলের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন তারা। এ সময় বক্তব্য রাখেন, সাবেক সিবিএ সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্মচারী নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুর রব, সালাউদ্দিন আমিন, শরিফুদ্দৌলা, হারুনর রশিদ। এছাড়া লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী ও মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম অবসরপ্রাপ্তদের দাবীর সাথে একাত্ত¡তা ঘোষণা করে বক্তব্য রাখেন।
জানাগেছে, নর্থ বেঙ্গল সুগার মিলের আবসরপ্রাপ্ত প্রায় ২০০জন শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা তাদের গ্রাচুইটি বাবদ ১৩ কোটি ৫০ লক্ষ টাকা পাওনা রয়েছেন।
সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকিস্তানের যে এলাকা ১০ ফুট পানির নিচে : ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ ফুলবাড়ীতে দলিত ও আদিবাসী অ্যাডভোকেসী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত নিয়োগ পদ্ধতির পরিবর্তনেই দূর হবে শিক্ষক সংকট নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে ফসলের মাঠ থেকে ৬ শ্যালো মেশিন চুরি বিরামপুরে গ্রেফতার পরোয়নাভূক্ত ১১ আসামী শাহজাদপুরে সাবেক সাংসদ হাসিবুর রহমান স্বপনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির বৈঠকে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী বাস্তুচ্যুতদের রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে, জাতিসংঘ বলছে