লালপুরে অবৈধভাবে মাদরাসার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- প্রকাশিত সময় ০৫:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / 89
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩, ২০২২
নাটোরের লালপুর উপজেলার নেঙ্গপাড়া দারুস সুন্নাত আলিম মাদরাসায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই আবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বর্তমান ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা।
শনিবার সকালে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওই মাদরাসার ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মনোয়ার হোসেন মনি।
তিনি অভিযোগ করেন, বর্তমান কমিটির মেয়াদকাল শেষ না হলেও স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাসানুজ্জামানের ছেলে রাসেল আহমেদকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি করতে ডিও লেটার প্রদান করেছেন। নির্বাচিত অভিভাবক সদস্যদের কাউকে কিছু না জানিয়ে গোপনে কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন চাই। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এমপির দেওয়া কমিটি বাতিল করে নিরপেক্ষ র্নিবাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি করেন।
এসময় বর্তমান কমিটির অভিভাবক সদস্য গোলাম হোসেন, অভিভাবক আলী হোসেনসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ওই মাদরাসার সুপার মোজাম্মেল হক বলেন, এমপি মহোদয় ডিও লেটার দিয়ে কমিটি করেছেন। এখানে আমার কিছু করার নেই।
পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকিস্তানের যে এলাকা ১০ ফুট পানির নিচে : ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ ফুলবাড়ীতে দলিত ও আদিবাসী অ্যাডভোকেসী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত নিয়োগ পদ্ধতির পরিবর্তনেই দূর হবে শিক্ষক সংকট নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে ফসলের মাঠ থেকে ৬ শ্যালো মেশিন চুরি বিরামপুরে গ্রেফতার পরোয়নাভূক্ত ১১ আসামী শাহজাদপুরে সাবেক সাংসদ হাসিবুর রহমান স্বপনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির বৈঠকে দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি