পাবনায় আর.সি.সি গোপাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স
- প্রকাশিত সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / 113
পাবনা সংবাদদাতা
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩, ২০২২
পাবনা সদর উপজেলাধীন সাদুল্লাহপুর ইউনিয়নের ঢালিপাড়া আক্কাসের বাড়ি হতে বারপাখিয়া ব্রিজ পর্যন্ত আর.সি.সি গোপাট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সংসদীয় কমিটির সদস্য ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে কাজের নির্মাণ ফলকের পর্দা উঠিয়ে উদ্ভোধন করেন তিনি। এরপর স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে দোয়া করে মোনাজাত করেন। এ প্রকল্প বাস্তবায়ন করবেন পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প (বিএডিসি)। যার ব্যয় ধরে হয়েছে ৭৬ লাখ ৭৪ হাজার ৪৮০ টাকা।
এদিকে এ উদ্ভোধনকে ঘিরে সাদুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুদ্দুস মুন্সী’র সভাপতিত্বে শুভ উদ্ভোধন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে এমপি প্রিন্স প্রধান অতিথির বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার আছে জন্য আমরা ভালো আছি। এক সময় এই এলাকায় আসা যেতো না। রাস্তাঘাট এতোটাই খারাপ ছিলো। আজ সেগুলোর ব্যাপক উন্নয়ন ঘটেছে। এসবই এই সরকারের জন্য।’ এছাড়া আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার তাগিদও দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূগর্স্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী এ.বি.এম মাহমুদ হাসান খান, বিএডিসি পাবনা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পাবনা নির্মাণ জোনের সহকারী প্রকৌশলী আফনান আজম রুদ্র, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, সাদুল্লাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক।
এছাড়াও এসময় স্থানীয় নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অবৈধভাবে মাদরাসার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকিস্তানের যে এলাকা ১০ ফুট পানির নিচে : ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ ফুলবাড়ীতে দলিত ও আদিবাসী অ্যাডভোকেসী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত নিয়োগ পদ্ধতির পরিবর্তনেই দূর হবে শিক্ষক সংকট নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে ফসলের মাঠ থেকে ৬ শ্যালো মেশিন চুরি বিরামপুরে গ্রেফতার পরোয়নাভূক্ত ১১ আসামী শাহজাদপুরে সাবেক সাংসদ হাসিবুর রহমান স্বপনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত