মুরগীর খাদ্যের দাম বৃদ্ধি ও ডিমের মূল্য পড়ে যাওয়ায় আটঘরিয়ার ১৫০ খামারীর মাথায় হাত
- প্রকাশিত সময় ০৬:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / 52
আটঘরিয়া ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩, ২০২২
মুরগীর খাদ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি এবং ইদানিং ডিমের দাম পড়ে যাওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার ১৫০ খামারীর মাথায় হাত, ইতি মধ্যে ৩০ খামার বন্ধ হয়ে গেছে এবং অন্তত আরও ২০ খামার বন্ধের উপক্রম। এখানে ছোট বড় প্রাই ২০০ মুরগীর খামার ছিল।
খোজ নিয়ে জানা যায়, ৫০ কেজি মুরগীর খাদ্যের বস্তার মূল্য পরিবহনসহ ২৮০০ থেকে ২৯০০ টাকা। প্রতিদিন একটি মুরগীর গড় খাদ্য খায় ১২০ থেকে ১৩০ গ্রাম। সে হিসাবে ১০০ মুরগীর খাদ্য লাগে ১২/১৩ কেজি যার বর্তমান মূল্য ৫৮ টাকা কেজি হিসাবে দাড়ায় প্রায় ৭০০ টাকা। এর সঙ্গে প্রতিদিন বিভিন্ন ঔষধ লাগে গড়ে ৫০ টাকা এবং লেবার খরচ প্রতিদিন জন প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা। অপর দিকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে প্রতি ১০০ মুরগীতে গড় ডিম পাওয়া যায় ৭০ থেকে ৮০টি যার বর্তমান বাজার মূল্য প্রতিশ ৮২০ টাকা হিসাবে সর্বোচ্চ ৭০০ টাকা। সব মিলে ১০০ মুরগীতে প্রতিদিন গড় আয় ৭০০ টাকার বিপরীতে ব্যয় প্রায় ৯০০ টাকা। সে ক্ষেত্রে বর্তমানে প্রত্যেক খামারীকে প্রতিদিন অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
তবে যেসব খামারী লেবারের পরিবর্তে ব্যক্তিগতভাবে শ্রম দেন একমাত্র তারাই লাভের মুখ দেখেন। ইতি মধ্যে ক্ষতির কারণে ৩০ খামার বন্ধ হয়ে গেছে এবং আরও ২০ খামার বন্ধ হওয়ার উপক্রম।
মুরগীর খামারী লুৎফর রহমান জানায়, কয়েকদিন আগেও লাভের মুখ দেখলেও ডিমের দাম পড়ে যাওয়াই এবং খাদ্যের দাম না কমায় এখন ক্ষতির সম্মুক্ষিন হতে হচ্ছে খামারীদের দাবী, অবিলম্বে খাদ্যের ও ভেটেনারী ঔষধের দাম কমানো হোক।
অবৈধভাবে মাদরাসার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে পাবনায় আর.সি.সি গোপাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকিস্তানের যে এলাকা ১০ ফুট পানির নিচে : ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ ফুলবাড়ীতে দলিত ও আদিবাসী অ্যাডভোকেসী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত নিয়োগ পদ্ধতির পরিবর্তনেই দূর হবে শিক্ষক সংকট নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে ফসলের মাঠ থেকে ৬ শ্যালো মেশিন চুরি বিরামপুরে গ্রেফতার পরোয়নাভূক্ত ১১ আসামী