প্রতিবাদী মানুষের উপর মামলা হামলা করে নেতা কর্মীদের দমিয়ে রাখা যাবে না; হাবিব
- প্রকাশিত সময় ০৯:৫৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / 93
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ন, সেপ্টেম্বর ৩, ২০২২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, জনগন আজ জেগে উঠেছে, জনগন মাঠে নামতে শুরু করেছে। দেশের এই ভয়াবহ অবস্থায় মানুষের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে।
জনগন আর একটি মূহুর্তের জন্যও এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। মানুষের ভোটের অধিকার হরণ করে তারা যে আবার ক্ষমতায় থাকার নীল নকশা প্রণয়ন করছে জনগন তা মেনে নিবে না। প্রতিবাদী মানুষের উপর হামলা মামলা করে দমিয়ে রাখা যাবে না।
জ্বালানী তেল, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের হত্যা ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে চাটমোহর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত এসব কথা বলেন।
এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চাটমোহর পৌর সদরের বাসষ্ট্যান্ড গোল চত্বর থেকে মিছিল শুরু হলে প্রথমে পুলিশ বাধা প্রদান করে। পরে নেতা কর্মীরা বিক্ষুদ্ধ হয়ে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলামের বাসভবনে গিয়ে নেতা কর্মীরা একত্রিত হয়।
চাটমোহর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও চাটমোহর পৌর বিএনপি’র আহবায়ক আসাদুজ্জামান আরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খাঁন মন্টু, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহীন, নূরমোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, চাটমোহর উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ ইসলাম হীরা ও পৌর বিএনপির সদস্য সচিব নূরুল করিম আরোজ খাঁন।
দীর্ঘদিন পরে চাটমোহর উপজেলায় বিএনপির কর্মসূচী ঘিরে নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্য লক্ষ করা যায়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মীদের বিক্ষোভ আর শ্লোগানে পৌর শহর মুখরিত হয়ে ওঠে।
নেতা কর্মীদের সমাবেশে এমন ব্যাপক পরিমান উপস্থিতি শক্তির জানান দিলো বিএনপি এমনই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের হাতে গাঁজাসহ যুবক আটক
সিরাজগঞ্জের শাহজাদপুর হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে অসহায় পরিবারকে ঘর উপহার পাবনার সাঁথিয়ায় প্রেমের টানে প্রেমিক যুগল নিরুদ্দেশ প্রেমিকের বাড়ি-ঘর ভাংচুর, আহত-২ পাবনার আটঘরিয়ায় ওএমএস ও টিসিবির মাধ্যে সুলভ মুল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে মাদরাসার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকিস্তানের যে এলাকা ১০ ফুট পানির নিচে : ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ নিয়োগ পদ্ধতির পরিবর্তনেই দূর হবে শিক্ষক সংকট নবাগত পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত