বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাজাসহ আটক ১
- প্রকাশিত সময় ০৭:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / 93
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, সেপ্টেম্বর ৪, ২০২২
বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাজা বিক্রির অপরাধে মনসুর আলী বল্টু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মনসুর আলী বল্টু। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের দিক নিদের্শনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের মনসুর আলী বল্টু ও তার সহযোগী রুবেলের বসতবাড়ির ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে দুজনের বাড়ি থেকে ৫ কেজি করে মোট ১০ কেজি গাজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মনসুর আলী বল্টুকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এসময় আসামী রুবেল (৩৪) কৌশলে পালিয়ে যায়। জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। সু-নির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে আধুনিকমানের ক্রীড়া সামগ্রী বিক্রয় শো-রুমের উদ্বোধন দুই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল লীগে চ্যাম্পিয়ন শিক্ষার্থী স্পোর্টস ইনস্টিটিউট নিজের অপরাধ ঢাঁকতেই সুফিয়ানকে ফাঁসিয়েছেন নাকানোর স্যাম্পল ইনচার্জ মেহেদী মুরগীর খাদ্যের দাম বৃদ্ধি ও ডিমের মূল্য পড়ে যাওয়ায় আটঘরিয়ার ১৫০ খামারীর মাথায় হাত অবৈধভাবে মাদরাসার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে পাবনায় আর.সি.সি গোপাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ সিংড়ায় পল্লীশ্রী উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পাকিস্তানের যে এলাকা ১০ ফুট পানির নিচে : ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ