বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাত বার্ষিকী পালন
- প্রকাশিত সময় ০৯:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / 109
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ন, সেপ্টেম্বর ৪, ২০২২
মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাত বার্ষিকী পালিত হলো আজ।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাত বরণ করেন তিনি। এদিন, পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।
এদিকে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শার্শা উপজেলা প্রশাসন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকীর পক্ষে সহকারী পরিচালক সুবেদার মাসুদ রানা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের পরিবারের পক্ষে ছেলে গোলাম মোস্তফা কামাল, মেয়ে হাসিনা বেগম, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসানুজ্জামান লাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নাবেব সুবেদার গোলাম মওলাসহ আরও অনেকে।
আটঘরিয়ায় এবার আমন উৎপাদনে ঘাটতির সম্ভাবনা বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাজাসহ আটক ১ ঈশ্বরদীতে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে আধুনিকমানের ক্রীড়া সামগ্রী বিক্রয় শো-রুমের উদ্বোধন দুই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা জেলা ক্রীড়া সংস্থা ফুটবল লীগে চ্যাম্পিয়ন শিক্ষার্থী স্পোর্টস ইনস্টিটিউট নিজের অপরাধ ঢাঁকতেই সুফিয়ানকে ফাঁসিয়েছেন নাকানোর স্যাম্পল ইনচার্জ মেহেদী মুরগীর খাদ্যের দাম বৃদ্ধি ও ডিমের মূল্য পড়ে যাওয়ায় আটঘরিয়ার ১৫০ খামারীর মাথায় হাত অবৈধভাবে মাদরাসার কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালপুরে পাবনায় আর.সি.সি গোপাট নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স পাওনা টাকার দাবীতে নর্থ বেঙ্গল সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ