ভেড়ামারায় মন্দির কমিটি নিয়ে দুই পক্ষের বিবাদ
- প্রকাশিত সময় ০৭:১৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / 64
ভেড়ামারা সংবাদদাতা
প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ৬, ২০২২
কুষ্টিয়ার ভেড়ামারায় শ্রী জগৎ জননী মাতৃমন্দিরের কমিটি নিয়ে আবারো দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছে। অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে – এক পক্ষ থেকে এমন অভিযোগ উঠেছে।
গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভারর মেয়র ও থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে বিক্ষুব্ধ এক পক্ষ।
দুই পক্ষের মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ভেড়ামারা কাচারিপাড়ায় অবস্থিত শ্রী জগৎ জননী মাতৃমন্দিরের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। গতবছর কুষ্টিয়া জেলা কমিটির নেতৃবৃন্দ ১৮ সদস্য বিশিষ্ট্য একটি এডহক কমিটি তৈরী করে দেন। এক পক্ষের সেটিতে আপত্তি তোলেন। সে সময় ভেড়ামারা প্রশাসন ও মেয়রের মধ্যস্থতায় শুধুমাত্র দূর্গো পূজা পালনের জন্য একটি কমিটি করা হয়।
পরবর্তীতে ১৮ সদস্য বিশিষ্ট্য একটি এডহক পূর্নাঙ্গ কমিটি তৈরী করবে এমন সিদ্ধান্ত গৃহীত হয়। এক পক্ষের অভিযোগ গত ১৬ আগষ্ট এক পক্ষ নতুন কমিটি গঠন করেছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ইতিপূর্বে মন্দির কমিটির বিবাদ মিমাংসায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ একাধিক বার চেষ্টা করেছেন। এবিষয়ে নতুন কমিটি সভাপতি অমর চাঁদ কুন্ডু বলেন, দুইদিন ধরে মাইকিং করে মন্দির প্রাঙ্গনে দুই থেকে আড়াইশ মানুষের উপস্থিতি ও স্বাক্ষর নিয়ে সবার সম্মতিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
অপরপক্ষের অভিযোগকারী ও পূর্বের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অসিম কুমার বলেন, সাধারণ সভার কোন নিয়ম না মেনে এবং ২০ থেকে ২৫ জনের উপস্থিতিতে নতুন এই অবৈধ কমিটি গঠন করেছে। তিনি বলেন, ভক্তবৃন্দের নামে মাইকিং করে নিজেরাই কমিটি তৈরী করেছে।
এ কমিটির বিরুদ্ধে জোর আপত্তি জানাচ্ছি। এ বিষয়ে ভেড়ামারার ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানা ও পৌর মেয়রের কাছে গতকাল রবিবার লিখিত অভিযোগ দিয়েছি। মেয়রের উপস্থিতিতে সবাই মিলে কমিটি গঠন করার কথা ছিল। পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, সম্মিলিত ভাবে নতুন কমিটি করার কথা ছিলো। তারা কিভাবে কমিটি করেছে আমি জানিনা। কার পরামর্শে একক ভাবে এমন সিদ্ধান্ত নিলো জানিনা। বিষয়টি দেখা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন, মন্দির কমিটি নিয়ে এক পক্ষ আমার কাছে অভিযোগ করেছে। বিষয়টি সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।
রাণীনগরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বাজার ভর্তি আগাম জাতের শীতকালীন সবজি, দাম চড়া, কৃষকদের মুখে হাসি গাজী মাজহারুল আনোয়ার এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র গভীর শোক প্রকাশ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাত বার্ষিকী পালন লালপুরে আগাম আখ রোপণের শুভ উদ্বোধন শাহজাদপুরে শ্রী শ্রী লোকনাথ বাবার পুজা অনুষ্ঠিত বড়াইগ্রামে সুজন হত্যার বিচারের দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বেশি দক্ষতা অর্জন করতে হবে- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আটঘরিয়ায় এবার আমন উৎপাদনে ঘাটতির সম্ভাবনা বিরামপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাজাসহ আটক ১