ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উক্তক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত
- প্রকাশিত সময় ০১:০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / 101
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০২২
পাবনার ঈশ্বরদীতে স্কুল গামী ছাত্রীদের উক্তোক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছেলের বোন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত যুবক মো. ওয়ারিদ আমান ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়ার আসনা ঈদগাহ পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, সেপ্টেম্বর ৫ বিকেল আনুমানিক ৫ টা ৩০ ঘটিকার দিকে উপজেলার আসনা ফুটবল মাঠ সংলগ্ন রাস্তায় বিকেলে কয়েকটি মেয়ে তাদের প্রাইভেট শেষকরে বাড়ী যাওয়ার পথে একই এলাকার মো. বিদ্যুৎ হোসেনের ছেলে বখাটে মোঃ জয় (২১) মেয়েগুলোকে বাজে মন্তব্য করতে থাকে এবং তাদের পেছন থেকে ভিডিও করতে থাকে । এমতাবস্থায় ভিকটিম ওয়ারিদ বখাটে জয়কে নিষেধ করলে বখাটে জয় ওয়ারিদের উপর ক্ষীপ্ত হয়ে তাকে গালাগাল দিতে থাকে এবং তাকে দেখে নেবে বলে চলে যায়।
এঘটনার জের ধরে সন্ধ্যা অনুমান পৌনে ৭ ঘটিকার দিকে ছোটভাই আমান ও বন্ধু শিহাবকে সঙ্গে করে ওয়ারিদ আড়মবাড়ীয়া বাজারে তাদের ব্যাক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার সময় বখাটে জয়ের বাড়ির সামনে পৌঁছালে বখাটে জয় তার ফুফাতো ভাই মো. বিশাল (২৫), চাচা মো. বিপ্লব হোসেনসহ (৪০) অজ্ঞাত আরো ২/৩ জন ওয়ারিদের মোটর সাইকেলের গতিরোধ করে তাদের উপর হামলা চালায়। এসময় জয় ওয়ারিদকে হত্যার উদ্দেশ্যে চাকুদিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এবং শিহাবকেও এলাপাতাড়ি প্রহার করতে থাকে। তাদের আঘাতে ওয়ারিদের হাত,পা এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। তাদের হামলায় ওয়ারিদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামীদ্বয় ওয়ারিদকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চেলে যায়।
এসময় স্থানীয়রা ওয়ারিদ এবং আহত শিহাবকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরের ব্যবস্থা করেন।
এ সংবাদ লেখা পর্যন্ত ওয়ারিদের শারিরীক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। কোনও গ্রেফতার নেই।
পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও পরিবহন সেক্টরের নেতাদের বৈঠক বজ্রপাতে পাবনা ও নাটোরে নিহত ২ আহত ১ ঈশ্বরদী বিমান বন্দর চালু, কৃষির উন্নয়ন ও গরীব শিশুদের স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা বঙ্গপোসাগরে “এফ বি সামিরা” ডুবির ঘটনায় ভারতে আটকা পড়া ১৬ বাংলাদেশী জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পাবনা জেলা আওয়ামী লীগের সমন্বয় মিটিং অনুষ্ঠিত পাবনা প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সম্পাদক সৈকত আফরোজ আসাদকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে স্মরণে ৭১ প্রজন্ম রাণীনগরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বাজার ভর্তি আগাম জাতের শীতকালীন সবজি, দাম চড়া, কৃষকদের মুখে হাসি গাজী মাজহারুল আনোয়ার এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র গভীর শোক প্রকাশ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫১তম শাহাদাত বার্ষিকী পালন লালপুরে আগাম আখ রোপণের শুভ উদ্বোধন