ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণ, ধামাচাপা দিতে ধর্ষিতাকে হুমকি
- প্রকাশিত সময় ০২:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / 148
ঈশ্বরদী সংবাদদাতা
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০২২
পাবনার ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা না করতে এবং সামাজিকভাবে মীমাংশা করতে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত ৫-ই সেপ্টেম্বর দুপুরে মুলাডুলি ইউনিয়নের রেজাননগর সড়াবাড়ীয়া এলাকার পাশ্ববর্তী আখের ক্ষেতে ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের মেয়ে নাজমা খাতুনের (ছদ্ম নাম) বিয়ে হয় মুলাডুলি ইউনিয়নের রেজাননগর সড়াবাড়ীয়া এলাকার মুজামের ছেলে আমিরুলের সঙ্গে। কিন্তু আমিরুল অন্যত্র বিয়ে করে পালিয়ে যাওয়ার কারণে নাজমা খাতুনকে তার দুটো ছেলে নিয়ে বর্গা নিয়ে গবাদি পশু পালন করে জীবন যাপন করেন।
সেই গবাদি পশু চরানোর জন্য গত ৫ সেপ্টেম্বর দুপুরে বাড়ির অদুরে মাঠে গেলে সেখানে পূর্বথেকে ওৎপেতে থাকা ধর্ষক চরমিরকামারী মাথালপাড়া এলাকার মোঃ আছার ছেলে লম্পট আনোয়ার তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
গৃহবধু বাড়িতে এসে ধর্ষণের বিষয়টি পরিবারের লোকদের জানালে তারা সঠিক বিচারের জন্য ধর্ষকের পরিবারকে অবহিত করলে তারা ধর্ষণের বিষয়ে কর্ণপাত না করে উল্টো তাকে শাসিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং বিষয়টি নিয়ে কোন প্রকার মামলা মোদ্দমায় জড়ালে পরিণতি ভালো হবেনা বলে হুমকি দেন। এ বিষয়ে গৃহবধূ দুটি সন্তানের নিরাপত্তা এবং বিচার দাবি করছেন সংশ্লিষ্টদের কাছে।
ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উক্তক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও পরিবহন সেক্টরের নেতাদের বৈঠক বজ্রপাতে পাবনা ও নাটোরে নিহত ২ আহত ১ ঈশ্বরদী বিমান বন্দর চালু, কৃষির উন্নয়ন ও গরীব শিশুদের স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা বঙ্গপোসাগরে “এফ বি সামিরা” ডুবির ঘটনায় ভারতে আটকা পড়া ১৬ বাংলাদেশী জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পাবনা জেলা আওয়ামী লীগের সমন্বয় মিটিং অনুষ্ঠিত পাবনা প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সম্পাদক সৈকত আফরোজ আসাদকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে স্মরণে ৭১ প্রজন্ম রাণীনগরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বাজার ভর্তি আগাম জাতের শীতকালীন সবজি, দাম চড়া, কৃষকদের মুখে হাসি গাজী মাজহারুল আনোয়ার এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র গভীর শোক প্রকাশ