রাণীনগরে ১০ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
- প্রকাশিত সময় ০৩:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / 102
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০২২
সারাদেশে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের ওপর জুল্লুম-নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে সদরের গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় সংগঠক আলিমুর রেজা রানা, উপজেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল হালদার, যুগ্ন সাধারণ সম্পাদক শামিউল আলম খান তুষারসহ অনেকেই।
এ সময় বক্তারা ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান করা, শ্রমিকদের জন্য রেশন চালু করা ও সারাদেশে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের ওপর জুল্লুম-নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি জানায়।
ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণ, ধামাচাপা দিতে ধর্ষিতাকে হুমকি রাণীনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উক্তক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও পরিবহন সেক্টরের নেতাদের বৈঠক বজ্রপাতে পাবনা ও নাটোরে নিহত ২ আহত ১ ঈশ্বরদী বিমান বন্দর চালু, কৃষির উন্নয়ন ও গরীব শিশুদের স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা বঙ্গপোসাগরে “এফ বি সামিরা” ডুবির ঘটনায় ভারতে আটকা পড়া ১৬ বাংলাদেশী জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পাবনা জেলা আওয়ামী লীগের সমন্বয় মিটিং অনুষ্ঠিত পাবনা প্রেসক্লাবের পুনঃনির্বাচিত সম্পাদক সৈকত আফরোজ আসাদকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে স্মরণে ৭১ প্রজন্ম রাণীনগরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা