নাটোরে অস্বচ্ছল ছাত্রীদের লেখাপড়ার দায়িত্ব নিবেন জেলা প্রশাসক
- প্রকাশিত সময় ০৯:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / 113
নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, সেপ্টেম্বর ৭, ২০২২
নাটোর জেলায় যে সকল অস্বচ্ছল ছাত্রী বাল্য বিয়েকে না বলে লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য সুখবর দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
তিনি বলেছেন, এরকম অস্বচ্ছল ছাত্রীর ১৮ বছর অবধি লেখাপড়ার দায়িত্ব আমি জেলা প্রশাসক হিসেবে গ্রহন করছি। কোন পরিবার অস্বচ্ছলতার কারণে লেখাপড়া বন্ধ করে তার মেয়েকে শিশু অবস্থায় যাতে বিয়ে না দেয় তার জন্য আমি এ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
বুধবার সকালে শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘বাল্য বিয়েকে না, বলেছি ও বলবো’ ক্যাম্পেইন-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এই ক্যাম্পেইন-এর আয়োজন করেন।
ডিপিএফ এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি’র জেলা সমম্বয়কারী অমর ডি কস্টা, ডিপিএফ-এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মেহনাজ পারভীন, লুৎফা ইয়াসমিন ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ক্যাম্পেইন এ প্রায় ৮শত ছাত্রী অংশ নেয়।
ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন ২১৬ গ্রাম হেরোইন ও দেড়লাখ টাকাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার রাণীনগরে ১০ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণ, ধামাচাপা দিতে ধর্ষিতাকে হুমকি রাণীনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উক্তক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও পরিবহন সেক্টরের নেতাদের বৈঠক বজ্রপাতে পাবনা ও নাটোরে নিহত ২ আহত ১ ঈশ্বরদী বিমান বন্দর চালু, কৃষির উন্নয়ন ও গরীব শিশুদের স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা বঙ্গপোসাগরে “এফ বি সামিরা” ডুবির ঘটনায় ভারতে আটকা পড়া ১৬ বাংলাদেশী জেলেকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন